ধর্ম ডেস্ক : আখেরি মোনাজাতের মাধ্যমে আজ শেষ হতে চলেছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল ৯ টায় শুরু হতে যাওয়া মোনাজাত-পর্বে অংশ নিতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে টঙ্গীর দিকে যাত্রা করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
রোববার (২ ফেব্রুয়ারি) সরেজমিনে এয়ারপোর্ট ও তৎসংলগ্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকেই ঘন কুয়াশা থাকলেও তা উপেক্ষা করেই আখেরি মোনাজাতে অংশ নিতে যাচ্ছেন মুসল্লিরা। কেউ পায়ে হেঁটে কেউ বাস ও পিকআপে করে রওনা হয়েছেন।
রাজধানীর খিলক্ষেত থেকে পায়ে হেঁটে রওনা হয়েছেন মাইনুল ইসলাম। তিনি বলেন, কিছুক্ষণ বাসের জন্য অপেক্ষা করলাম কিন্তু বাস না পাওয়ায় হেঁটেই রওনা হয়েছি। এখান থেকে খুব বেশি দূরে না, ইনশাআল্লাহ চলে যেতে পারবো।
বাড্ডা এলাকা থেকে দলবলসহ টঙ্গীর দিকে রওনা হয়েছেন আব্দুর রহমান। তিনি বলেন, বিশ্বরোড পর্যন্ত বাসে এসেছি কিন্তু এরপর আর বাস যাচ্ছে না। তাই হেঁটে রওনা দিয়েছি। শীতল আবহাওয়া থাকায় খুব একটা কষ্ট হচ্ছে না।
একই কথা জানালেন নতুন বাজার থেকে আসা মুসল্লি খালেকুর রহমান। তিনি বলেন, বিশ্বরোডের পর বাস চলাচল বন্ধ। ফলে সেখান থেকে হেঁটে আসছি। তবে কষ্ট হচ্ছে না, আখেরি মোনাজাতে অংশ নিতে পারলেই খুশি।
৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত রোববার সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে।
ইজতেমার আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করেছে ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা।
৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel