আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৫ সালের মে ও জুন মাসে প্রায় ৬,৩০০ প্রবাসীকে দেশটির আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে বহিষ্কার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শ্রম ও আবাসন আইন কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবেই এই বহিষ্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে অনেকেই দেশটির বিভিন্ন নিরাপত্তা বিভাগের মাধ্যমে কিংবা আদালতের নির্দেশ অনুযায়ী কুয়েত থেকে বহিষ্কৃত হয়েছেন।
কুয়েতের ‘বহিষ্কার ও আটক বিভাগ’ জানিয়েছে, মানবিক দৃষ্টিকোণ থেকে প্রয়োজনীয় সেবা ও সহায়তা প্রদান নিশ্চিত করে দ্রুত সময়ে এই বহিষ্কার কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে।
জানা গেছে, কুয়েতের বিভিন্ন অঞ্চলে অবৈধভাবে বসবাসরত বা কাজ করা প্রবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে আটক ব্যক্তিদের আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এই অভিযান আরও জোরদার করা হয়েছে, যা দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণ ও অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়নের বৃহত্তর পরিকল্পনার অংশ।
সূত্র: গাল্ফ নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।