স্পোর্টস ডেস্ক: দল বদলের নানা আলোচনার মাঝে এমবাপ্পেকে ক্লাবে রাখার জন্য বড় অঙ্কের প্রস্তাব নিয়ে প্রস্তুত প্যারিস সেইন্ট জার্মেই। তবে এখনও চূড়ান্ত হয়নি আদৌ মৌসুম শেষে ফ্রেঞ্চ ক্লাবটিতে থাকবেন কি না এমবাপ্পে। এরই মধ্যে নতুন পরিকল্পনা নিয়ে হাজির পিএসজি।
এমবাপ্পেকে ক্লাবের গুরুত্বপূর্ণ একজন হিসেবে আশ্বস্ত করার জন্য তাকে অধিনায়কত্ব দেওয়ার কথা ভাবছেন ক্লাবটির কোচ মাউরিসিও পচেত্তিনো। নিয়মিত অধিনায়ক মার্কুইনহোসের অনুপস্থিতিতে লিওনেল মেসি, নেইমার জুনিয়র, অ্যাঞ্জেল ডি মারিয়াদের অধিনায়ক হতে পারেন এমবাপ্পে।
শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা লিগ ওয়ানের ম্যাচে ক্লারমন্ত ফুটের মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচে কার হাতে উঠবে অধিনায়কের আর্মব্যান্ড? এমন প্রশ্নের জবাবে এমবাপ্পের নামটিই সরাসরি বলেছেন পচেত্তিনো। তবে দলের অন্যদের সম্ভাবনাও রেখেছেন তিনি।
পচেত্তিনো বলেছেন, ‘আমি অধিনায়ক হিসেবে কাইলিয়ান (এমবাপ্পের) এর কথা ভাবছি। পাশাপাশি দলের অন্য খেলোয়াড়রাও আছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা এমবাপ্পে এবং ক্লাবের জন্য সেরাটাই চাই। তার জন্য সেরা বিষয়টি হলো এখানে থেকে যাওয়া। আমি এবং ক্লাব এই কথাই ভাবছি। তবে এখনও অনেক আলোচনা বাকি আছে সিদ্ধান্ত হওয়ার আগে।’
চ্যাম্পিয়নস লিগ ও ফরাসি কাপ থেকে বিদায় নিলেও লিগ ওয়ানে বেশ ভালো অবস্থায় রয়েছে পিএসজি। এখন পর্যন্ত ৩০ ম্যাচ খেলে ২১টিতেই জিতেছে তারা, ড্র করেছে ৫টি ম্যাচে। হেরেছে বাকি ৪টি ম্যাচ। অন্যদিকে, ক্লেরমন্ট ফুটের অবস্থা খুবই শোচনীয়। এখন পর্যন্ত ৩০ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র সাতটিতে। হেরেছে ১৬টিতে, বাকি ৭টি ম্যাচ ড্র করেছে।
বর্তমানে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে পিএসজি আছে সবার উপরে। ৩০ ম্যাচে ৬৮ পয়েন্ট তাদের। বিপরীতে ক্লেরমন্ট ৩০ ম্যাচ থেকে সংগ্রহ করেছে মাত্র ২৮ পয়েন্ট। তাদের অবস্থান ১৭ নম্বরে। এই ম্যাচে পিএসজির একাদশে দেখা যাবে লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেকে। ইনজুরি কাটিয়ে ফেরা সার্জিও রামোসও থাকছেন।
গত লিগ ম্যাচে একসঙ্গে জ্বলে উঠেছিলেন পিএসজির তিন বড় তারকা মেসি-নেইমার-এমবাপ্পে। এই ত্রয়ী আজও জ্বলে উঠে কিনা – সেটাই দেখার বিষয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।