লাগেজের ভেতরে দেহ, বাইরে পড়ে ছিলো মাথা

bridge

জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ জুন) সকালে সদর উপজেলার মনআটি এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের সুতিয়া নদীর ব্রিজের নিচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

bridge

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাঈন উদ্দিন বলেন, সকালে স্থানীয়রা ব্রিজের নিচে দেহ থেকে বিচ্ছিন্ন একটি মাথা ও পাশেই একটি বড় লাগেজ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথা উদ্ধার ও লাগেজ খুলে ভেতরে শরীরের বাকী অংশ পায়।

আলু, পটল কেনার মতোই কেজি দরে বিক্রি হচ্ছে টাকা

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।