স্পোর্টস ডেস্ক : বাংলাদেশি বাবা, জাপানি মা। সেই ঘরের কন্যা মাতসুশিমা সুমাইয়া। জাপানে জন্ম নেওয়া এই কিশোরী বাংলাদেশের মহিলা জাতীয় দলে সুযোগ পেয়েছেন। সুমাইয়ার অভিষেক হতে যাচ্ছে লাল সবুজের জার্সিতে। এটা তার বাবা-মায়ের জন্য অনেক বড় খবরই। বসুন্ধরা কিংসের জার্সি গায়ে নারী ফুটবল লিগে খেলা সুমাইয়াকে তুলে আনে বাফুফে। বাফুফের ক্যাম্পে অনেক দিন ধরেই আছেন। এবার তার সামনে জাতীয় দলের দুয়ার খুলেছে। ২৩ জনের তালিকায় সুমাইয়াকে রাখা হয়েছে।
নপালের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশের ২৩ সদস্যের স্কোয়াডে রয়েছেন সুমাইয়া। এই দুই ম্যাচের মধ্য দিয়েই অভিষেকও হয়ে যেতে পারে তার।
গত দুই মৌসুম ধরেই বসুন্ধরা কিংসের হয়ে নারী ফুটবল লিগে খেলছেন সুমাইয়া। সবশেষ মৌসুমে কয়েকটি গোলও রয়েছে তার। নারী লিগের এমন নজরকাড়া পারফরম্যান্সের পরই তাকে ডাকা হয়েছিল জাতীয় দলের ক্যাম্পে। এবার প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন জাতীয় দলের স্কোয়াডে।
সুমাইয়ার বাবা বাংলাদেশি হলেও মা জাপানি। জন্ম জাপানেই, তার বাবার নাম মাসুদুর রহমান এবং মায়ের নাম মাতসুশিমা তমোমি। জন্ম জাপানে হলেও দুই বছর বয়সেইউ সুমাইয়া ঢাকায় চলে আসেন। এখানেই একটি ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করছেন।
স্কুল থেকেই তার ফুটবল খেলার শুরু, মাঝে ইনজুরিতে পড়ে তাকে ফুটবল না খেলার পরামর্শও দিয়েছিলো চিকিৎসকরা। তবে সুমাইয়া ফুটবল ছাড়েননি। কঠোর পরিশ্রম করে গেছেন নিজের স্বপ্ন পূরণে। ২০২০ সাল থেকে সুমাইয়ার ওপর নজর ছিলনারী ফুটবলের সাবেক প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনের। অবশেষে লাল সবুজের জার্সিতে খেলার স্বপ্ন পূরণ হতে চলেছে সুমাইয়ার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।