আবির হোসেন সজল : নার্সদের স্বতন্ত্র অধিদপ্তর অক্ষুণ্ন রাখতে হবে – নার্সিং পেশার মর্যাদা রক্ষার লড়াই চলবেই” — এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে কর্মরত নার্সরা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২.৩০ টায় লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন শেষে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে নার্সেস এসোসিয়েশন জেলা শাখা, মিডওয়াইফারি সোসাইটি, হাসপাতালের সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ, এবং নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শতাধিক নার্স অংশগ্রহণ করেন।
গণভোট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা : আসিফ নজরুল
বক্তারা বলেন, নার্সিং পেশা স্বাস্থ্যসেবার মূল চালিকাশক্তি। স্বতন্ত্র অধিদপ্তর বিলুপ্ত হলে নার্সদের পেশাগত স্বাধীনতা ও প্রশাসনিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


