স্পোর্টস ডেস্ক : ৫ অক্টোবর পর্দা উঠছে আইসিসির মেগা ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপের। এবারের আসর বসতে যাচ্ছে ভারতে। বৈশ্বিক এই ইভেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো সম্পন্নে ব্যস্ত আইসিসি।
তারই ধারাবাহিকতায় শুক্রবার (২৫ আগস্ট) শুরু হয়েছে বিশ্বকাপের টিকিট বিক্রির কার্যক্রম। অনলাইনে আইসিসির ওয়েবসাইটের শুরু হয়েছে টিকিট বিক্রি।
একই উপমহাদেশে হবে খেলা। তার ওপর আইসিসির বৈশ্বিক ইভেন্ট। আর সে কারণেই উপমহাদেশের দেশগুলোর ম্যাচের টিকিটের চাহিদা যে তুঙ্গে থাকবে, সেটি আগে থেকেই অনুমেয় ছিল; হলোও তাই।
৩১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। আর প্রথম দিনই কয়েক ঘণ্টার ভেতর সেই ম্যাচের সবগুলো টিকিট বিক্রি হয়ে গেছে বলে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।
কার্যক্রম শুরুর ঘণ্টা খানেক পর বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচের টিকিট কেনার জন্য চেষ্টা করা হলে ম্যাচটির টিকিট অবশিষ্ট নেই বলে জানানো হয়।
যে কারণে লতিফ সিদ্দিকীকে বঙ্গবন্ধুর সমাধিতে নিয়ে গেলেন কাদের সিদ্দিকী
শুধু তাই নয়, দর্শকদের ব্যপক চাহিদার কারণে সার্ভারে প্রচুর চাপ পড়ায় টিকিট বিক্রির শুরুর দিনই প্রায় ৪০ মিনিটের জন্য বন্ধ ছিল টিকিট বিক্রির প্রক্রিয়া। টিকিট বিক্রির কার্যক্রম শুরুর কিছুক্ষণের ভেতরই সার্ভার ডাউন হয়ে গিয়েছিল আইসিসির নির্ধারিত টিকিট বিক্রির প্ল্যাটফর্ম বুক মাই শোয়ের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।