অলিম্পিকে ইতিহাস গড়লেন লেডেকি

কেটি লেডেকি

স্পোর্টস ডেস্ক : তিনি বিস্ময়কর এক প্রতিভা! সঙ্গে ধারাবাহিকতা তো আছেই। তার পথ ধরেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন কেটি লেডেকি। ৮ স্বর্ণ, ৪ রৌপ্য আর ১টি ব্রোঞ্জ! অলিম্পিকে এই প্রাপ্তি তার নাম তুলে দিয়েছে ইতিহাসের পাতা! লেডেকির এখন অব্দি সংগ্রহে ১৩টি অলিম্পিক পদক। যুক্তরাষ্ট্রের এই প্রতিযোগী অলিম্পিক ইতিহাসেতোর দেশের নারী সাঁতারু হিসেবে সবচেয়ে বেশি পদক জয়ী!

কেটি লেডেকি

এর আগে তার দেখা মিলিছে রিও ডি জেনেরো আর টোকিও অলিম্পিকেও। এবার প্যারিসের লা দিফঁসা সুইমিংপুলেও চলছে কেটির ম্যাজিক! এর আগে ২০১২ সালে লন্ডন অলিম্পিকে পেয়েছিলেন একটি সোনা। রিও ডি জেনেরোতে জেতেন চারটি সোনা ও একটি রুপা। টোকিও অলিম্পিকে জেতেন ২টি করে সোনা ও রুপার পদক।

তার বয়স ২৭। পরিস্থিতি বলছে-হয়তো এটিই শেষ অলিম্পিক। তবে এরইমধ্যে গড়ে ফেলেছেন যুক্তরাষ্ট্রের ইতিহাস! তিনি পেছনে ফেলেন যুক্তরাষ্ট্রের গ্রেট জেনি থম্পসন, ডারা টোরেস ও নাতালি কফলিন ও অস্ট্রেলিয়ার এমা ম্যাককিওনকে।

প্যারিসে বাইলসের তৃতীয় সোনা

সাঁতারে নারী-পুরুষ মিলিয়ে অলিম্পিকে সবচেয়ে বেশি পদকজয়ী লেডেকির স্বদেশি মাইকেল ফেলপস। জিতেছেন ২৮টি পদক। নারী অ্যাথলেট হিসেবে সবচেয়ে বেশি পদক সৌভিয়েত ইউনিয়নের লারিসা লাতিনিনার। জেতেন ১৮টি। সেই সাফল্য টপকে যেতে হলে অবশ্য আরও একটা অলিম্পিক খেলতে হবে তাকে। বয়স ২৭, চার বছর পর সেই সুযোগ পাবেন তো কেটি লেডেকি?