স্পোর্টস ডেস্ক: পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, যে তার মাকে ভালোবাসে না। তবে একেকজনের ভালোবাসার পদ্ধতি যেমন আলাদা, তেমনি বহিঃপ্রকাশের ধরনও আলাদা। ঠিক যেমনটা ঘটেছে কিংবদন্তি ফর্মুলা ওয়ান রেসার ব্রিটিশ লুইস হ্যামিল্টনের ক্ষেত্রে। মাকে অভিনব উপায়ে সম্মান জানাতে গিয়ে এত বছর পরে নিজের নামটাই বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন লুইস।
লুইসের মায়ের নাম কারমেন লার্বালেস্টিয়ের। ৩৭ বছরের তারকা রেসার জানিয়েছেন, তিনি তাঁর নামের সঙ্গে মায়ের পদবি যোগ করতে যাচ্ছেন। ফলে এখন থেকে তিনি শুধু লুইস হ্যামিল্টন নন, তিনি হবেন লুইস হ্যামিল্টন লার্বালেস্টিয়ের। খুব শীঘ্রই বিষয়টি নিয়ে সব ধরনের দাপ্তরিক কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন অষ্টম ফর্মুলা ওয়ান বিশ্ব শিরোপাকে পাখির চোখ করা লুইস। সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত এক্সপো ওয়ার্ল্ড ফেয়ারে এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন মার্সিডিজ রেসার।
Lewis Hamilton will be adding his mother’s last name Larbalestier to his name ❤️ pic.twitter.com/LiuwdiAHAe
— ESPN India (@ESPNIndia) March 15, 2022
তাঁর মতে, মেয়েদের বিয়ের পরে তাদের যে নামের পদবি বদলে ফেলা হয়, এই বিষয়টায় তিনি একেবারেই বিশ্বাসী নন। তাঁর হ্যামিল্টন নামটির সঙ্গে সারা জীবন মায়ের নামও সঙ্গী করে এগিয়ে যেতে চান। লুইসের আশা, মৌসুমের শেষে বাহারিন গ্রাঁ পির আগেই বিষয়টির সমস্ত ফরমালিটি সম্পন্ন হয়ে যেতে পারে।
প্রসঙ্গত, দীর্ঘদিন আগেই লুইসের মায়ের সঙ্গে তাঁর বাবার বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। ১২ বছর পর্যন্ত লুইস তাঁর মায়ের কাছেই থাকতেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।