স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপ সামনে রেখে দুর্দান্ত সময় পার করছেন লিওনেল মেসি। ফিনালিসিমা ট্রফির স্বাদ নিলেন, এস্তানিয়ার বিপক্ষে একাই দিলেন ৫ গোল! গড়লেন রেকর্ডের পাহাড়।
এবার মেসিকে দেখা যাচ্ছে অন্য এক ভূমিকায়, যা মাঠের বাইরের খবর। রীতিমতো অভিনেতার ভূমিকায় নামলেন মেসি।
নিজ দেশ আর্জেন্টিনার জনপ্রিয় টিভি সিরিজ ‘লস প্রটেক্টরস’-র দ্বিতীয় সিজনে অতিথি অভিনেতা হিসেবে অভিনয় করেছেন মেসি। এই টিভি সিরিজের মাধ্যমেই প্রথমবারের মতো অভিনয় করলেন মেসি।
মেসির অভিনয়ের ছোট্ট একটি ক্লিপ প্রকাশ করেছে স্টার প্লাস এলএ, যা এরই মধ্যে আর্জেন্টিনায় বেশ জনপ্রিয়তা পেয়ে গেছে।

সেখানে দেখা গেছে, শুটিংয়ের পেছনের ঘটনাও। ক্যামেরা অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে একটি কক্ষে প্রবেশ করেন মেসি, যেখানে আগে থেকেই তিন ব্যক্তি অবস্থান করছিলেন। তাদের দেখেই চওড়া হাসি দেন মেসি। তারা এগিয়ে কোলাকুলি করে মেসির সঙ্গে কুশলবিনিময় করেন।
আপাতত একটুকুতেই খুশি থাকতে হবে মেসিভক্তদের। মেসি এই অভিনয়ের পুরো ভিডিও দেখতে অপেক্ষা করতে হবে ২০২৩ সাল পর্যন্ত। তবে তাকে কতক্ষণ পর্দায় দেখা যাবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর, লস প্রটেক্টরসের দ্বিতীয় সিজনের বেশিরভাগ শুটিং হয়েছে আর্জেন্টিনার বুয়েন্স আয়ারস ও ফ্রান্সের প্যারিসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



