স্পোর্টস ডেস্ক : সাধারণত খেলার মাঠে ‘গুড বয়’ মেজাজে থাকেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মাঠে কখনও বিবাদে জড়ান না, আক্রমণাত্মক হতেও দেখা যায় না তাকে। এটা যেন তার স্বভাবেই নেই। এর আগেও আর্জেন্টিনার বহু ম্যাচে মেসি যখন হেরে ছিটকে যান তখন তার মাথা ছিল নিচু। কিন্তু এবারের আর্জেন্টিনার মতো মেসিও কেমন যেন বদলে গেছেন।
ম্যাচ শেষে মেসি তেড়ে যান নেদারল্যান্ডসের কোচ লুইস ফন গালের দিকে। হাত দিয়ে অঙ্গিভঙ্গি করে ডাচ কোচকে কিছু একটা বলেন। ফন গলকে তখন স্তম্ভিত দেখা যায়। মেসি ফন গালের দিকে যেরকম অঙ্গিভঙ্গি করেন, তা দেখে মনে হয়, তিনি বলতে চাইছেন, ‘বেশি কথা বলো না।’
এরপর মেসিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান একজন। তবে মেসির এই ‘জবাব’ পেয়ে স্তম্ভিত দেখায় নেদারল্যান্ডস কোচকে। ‘গুডবয়’ মেসির কাছ থেকে এই ধরনের কথা হয়তো আশা করেননি তিনি।
মেসি পরে বলেন, ‘ম্যাচের আগে ফন গলের মন্তব্যে আমি অসম্মানিত বোধ করেছি। কিছু ডাচ খেলোয়াড় খেলার সময় বেশি কথা বলছিলেন।’
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, ম্যাচের আগে ডাচ কোচ লুই ফন গাল আর্জেন্টাইন তারকা মেসিকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘বল যখন আর্জেন্টিনার কাছে থাকবে না, তখন তো মেসির কোনও কাজ নেই।’ ডাচ কোচের এই মন্তব্যে ভীষণ অপমানিত বোধ করেন মেসি। এর জবাবে মেসি গোল দেওয়ার পর ডাচ ডাগআউটের সামনে গিয়ে তা উদযাপন করেন। পরে ম্যাচ শেষে নিজের অসন্তোষ প্রকাশ করতে সরাসরি ফন গলের কাছে চলে যান।
ডাচ কোচের কৌশলের সমালোচনা করে মেসি বলেন, ‘ফন গাল দাবি করেন যে তিনি ভালো ফুটবল খেলান। কিন্তু তিনি বক্সে স্ট্রাইকারদের নিয়ে যান এবং লম্বা বলে আক্রমণ করার চেষ্টা করেন। আমরা এই ম্যাচ জেতার জন্য যোগ্য দল ছিলাম এবং সেটাই হয়েছে।’
টাইব্রেকারে আর্জেন্টিনার জয়ের নায়ক এমিলিয়ানো মার্টিনেজ ঠেকিয়ে দিয়েছেন ডাচদের প্রথম দুটি শট। ম্যাচ শেষে তার কণ্ঠেও ছিল নেদারল্যান্ডস কোচের সমালোচনা। মার্টিনেজ বলেন, ‘আমি ফন গালকে বলতে শুনেছি যে আমরা টাইব্রেকারে সুবিধা পেয়েছি। আমি মনে করি, তার মুখ বন্ধ রাখা দরকার।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।