স্পোর্টস ডেস্ক : পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তি ঝুলে গেছে। দুই পক্ষ চুক্তির বিষয়ে সমঝোতায় আসতে পারছে না। ওদিকে মেসির এজেন্ট ও তার বাবা হোর্হে মেসি বলেছেন, লিও’র বার্সায় ফেরার সম্ভাবনা নেই। তেমন কোন প্রস্তাব পাননি তারা। বার্সার কোচ জাভিও প্রকারান্তে বিষয়টি এড়িয়ে গেছেন।
পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ জুনে। প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন না করলে লিও’কে যুক্তরাষ্ট্রের মেজার লিগ সকারে নয়তো কাতার, সৌদি আরবের লিগে দেখা যেতে পারে।
শোনা যাচ্ছে ইন্টার মায়ামি তাকে কিনতে মুখিয়ে আছে। বিষয়টি নিয়ে মেজর লিগ সকারের ধনী এই ক্লাবের কোচ ফিল নেভিল বলেছেন, মেসির মায়ামিতে আসা হবে যুক্তরাষ্ট্রের ফুটবলের ইতিহাস সেরা চুক্তি।
তিনি বলেন, ‘আমি মনে করি, বিষয়টি ইন্টার মায়ামির চেয়ে বড় কিছু। এটা মেজর লিগের জন্য বড় ঘটনা। আমার মনে হয়, মেসি আসলে তা হবে যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা চুক্তি।’
মেসি মায়ামিতে আসলে সবকিছু বদলে যেতে পারে বলেও মন্তব্য করেছেন ইংলিশ ফুটবলার গ্যারি নেভিলের ভাই। ম্যানচেস্টার ইউনাইটেড ও এভারটনে খেলা মিডফিল্ডার ফিল নেভিলের মতে, ‘ট্রেনিং গ্রাউন্ড জুড়ে যে গাছগুলো আছে তা হয়তো বড় হবে। নিরাপত্তা বাড়বে। খেলোয়াড়রা স্টেডিয়ামে যেভাবে হেঁটে বেড়ায় তা হয়তো বদলে যাবে। আমরা যে হোটেলে থাকি তার পরিবেশ বদলে যেতে পারে। আমরা সবসময় এমন কিছু (মেসির সঙ্গে চুক্তি) আশা করি। একই সঙ্গে এটা চ্যালেঞ্জিংও হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।