স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার (Ashes) জার্সিতে লাল বলের ক্রিকেটে মাইলফলকের সামনে দাঁড়িয়ে নাথান লায়ন (Nathan Lyon)। অভিজ্ঞ অফস্পিনার টানা একশো টেস্ট খেলতে চলেছেন। ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম বোলার, যিনি টানা একশো টেস্ট খেলবেন।
বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসাবে এই মাইলফলক গড়বেন লায়ন। তবে বাকি পাঁচজনই ব্যাটার। যে তালিকায় আছেন ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাওস্কর। রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টেয়ার কুক। নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা ব্রেন্ডন ম্যাকালাম। অস্ট্রেলিয়ার মার্ক ওয় এবং অ্যালান বর্ডার।
এর আগে দেশের হয়ে টানা ১০০ বা তার বেশি টেস্ট খেলেছেন ইংল্যান্ডের অ্যালিস্টার কুক, অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার-মার্ক ওয়াহ, ভারতের সুনীল গাভাস্কার, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। তাদের সবাই ছিলেন জেনুইন ব্যাটার।
অস্ট্রেলিয়ার হয়ে ১২১ টেস্টে লায়নের শিকার ৪৯৫ উইকেট। লর্ডস টেস্টে ৫ উইকেট পেলেই তিনি বিশ্বের অষ্টম ও তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে ৫০০ উইকেট শিকারের মালিক হবেন।
অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে প্রয়াত স্পিনার শেন ওয়ার্ন ১৪৫ ম্যাচে ৭০৮ ও পেসার গ্লেন ম্যাকগ্রা ১২৪ ম্যাচে ৫৬৩টি উইকেট নিয়েছেন।
সবচেয়ে বেশি টানা টেস্ট খেলা ক্রিকেটার :
অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) ১৫৯
অ্যালান বোর্ডার (অস্ট্রেলিয়া) ১৫৩
মার্ক ওয়াহ (অস্ট্রেলিয়া) ১০৭
সুনীল গাভাস্কার (ভারত) ১০৬
ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) ১০১
নাথান লায়ন (অস্ট্রেলিয়া) ১০০*
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।