লাইফস্টাইল ডেস্ক : নারীদের সাজসজ্জায় লিপস্টিক অন্যতম অনুষঙ্গ। লিপস্টিকে রঙের বৈচিত্রতায় অনেকেই নিজের পছন্দের রংটি বেছে নেন। কিন্তু আপনি জানেন কি কোন রঙের লিপস্টিক ব্যবহার করছেন তা দেখেও বোঝা যেতে পারে আপনার ব্যক্তিত্ব কেমন। ভিন্ন ভিন্ন রঙের রয়েছে ভিন্ন ভিন্ন অর্থ, রয়েছে আলাদা আকর্ষণ ক্ষমতা।
চলুন জেনে নেয়া যাক, কোন রং কি প্রকাশ করে:
যারা বাস্তববাদী স্বভাবের তারা হালকা রঙের লিপস্টিক ভালোবাসে। এসব মেয়েদের চিন্তা-ভাবনা সাদাসিধে যদিও অনেক আবেগপ্রবণ হয় কিন্তু তারা পারিপার্ষিক অবস্থা সম্পর্কে বেশ সচেতন। এসকল মেয়েরা হালকা সাজসজ্জায় পছন্দ করে। যারা সুন্দরমনের অধিকারী হয়ে থাকেন তাদের পছন্দের লিপস্টিক ব্রাউন। এরা সবসময় নিজের চেয়ে অন্যকে বেশি প্রাধান্য দেয়। অন্যদের বিপদে সহযোগিতা করার মানসিকতা এদের মাঝে খুঁজে পাওয়া যায়। এরা কাজেও বেশ উদ্যমী হয়ে থাকে।
গোলাপি কালারের লিপস্টিক ব্যবহার করতে পছন্দ করা মেয়েরা অনেক গোছানো ও আবেগী হয়ে থাকে। এরা ইতিবাচক চিন্তা ভাবনার হয়। কমলা কালারের লিপস্টিক পছন্দ করা মেয়েরা আসর জমিয়ে রাখতে বেশ পটু। জীবনকে খুব সহজেই উপভোগ করতে পারেন। লাল রঙের লিপস্টিক ভালোবাসা মেয়েরা এই রঙের মতই চঞ্চল, মিশুক এবং প্রভাবশালী। এসব মেয়েরা আত্মনির্ভরশীল এবং কাজের ক্ষেত্রে বেশ মনোযোগী হয়।
বেগুনি কালার লিপস্টিক পছন্দ করা মেয়েরা বেশ সাহসী, উদ্যমী এবং নতুন কে গ্রহণ করা ও ছড়িয়ে দেয়ায় বেশ বিশ্বাসী। এসব মেয়েরা কঠোর ও নরম দুই ধরনের বৈশিষ্ট্যই ধারণ করে, কারণ তারা জানে কোথায় কঠোরতা ও কোমলতা দেখাতে হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।