কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার লিটন দাস

স্পোর্টস ডেস্ক : কন্যা সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার লিটন কুমার দাস। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ খবর জানিয়েছেন তিনি।

লিটন লিখেছেন, ‘আজ সকাল ৯টা ২৭ মিনিটে আমাদের রাজকন্যার আগমনে আমরা ধন্য। মা ও শিশু সুস্থ আছে।’

https://www.facebook.com/Official.Litton/posts/888087309354456?ref=embed_post

বিশ্বকাপ চলাকালে দুই দফায় দেশে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার লিটন দাস। এ নিয়ে সমালোচনায়ও পড়তে হয়েছিল তাকে। স্ত্রী সন্তানসম্ভবা থাকায় তিনি তখন দেশে এসেছিলেন।

বিশ্বকাপযাত্রা শেষ করে আগেভাগেই দেশে ফিরেছে বাংলাদেশ দল। এরই মাঝে এ সুখবর পেলেন লিটন কুমার দাস।