স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম ও ইংল্যান্ডের দুই তারকা ব্যাটসম্যান জনি বেয়ারস্টো-জো রুটকে ছাড়িয়ে চূড়ায় অবস্থান করছেন লিটন কুমার দাস।
বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান লিটন চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে রান সংগ্রহে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের ছাড়িয়ে গেছেন।
চলতি বছরে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন ফরম্যাটে এ পর্যন্ত ৩০ ইনিংসে ব্যাট করে তিনটি সেঞ্চুরি আর ৯টি ফিফটির সাহায্যে ১ হাজার ৩০২ রান করেছেন লিটন দাস।
লিটনের চেয়ে ৮ ইনিংস কম খেলে তিন সেঞ্চুরি আর ৬টি ফিফটির সাহায্য ১ হাজার ২২২ রান করে দ্বিতীয় পজিশনে আছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম মাত্র ১৬ ইনিংসে ব্যাট করে ৭টি সেঞ্চুরি আর ৫টি ফিফটির সাহায্যে ১ হাজার ১৮৪ রান করে তৃতীয় পজিশনে রয়েছেন।
চলতি বছরে ২৩ ইনিংসে খেলে দুটি সেঞ্চুরি আর ৫টি ফিফটির সাহায্যে ১ হাজার ২৫ রান করে চতুর্থ পজিশনে আছেন ইংল্যান্ডের সদ্য সাবেক হওয়া টেস্ট অধিনায়ক জো রুট।
আর ২৭ ইনিংসে ১ হাজার ২ রান করে পঞ্চম পজিশনে আছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।