স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান ফুটবলে বিরতি চলছে। আন্তর্জাতিক ফুটবলেও ব্যস্ততা নেই। এই সুযোগটাই কাজে লাগিয়েছেন লিভারপুলের ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়েছেন ফরাসি এই ডিফেন্ডার।
ইব্রাহিমা কোনাতে আগেই জানিয়েছিলেন হয়েছিল এবারের পবিত্র হজ পালন করতে যাবেন তিনি। একজন মুসলমানের সামর্থ থাকলে জীবনে একবার হলেও পবিত্র হজ পালন করা ফরজ। ক্লাব ও জাতীয় দলের খেলা না থাকায়, এই বিরতিটা কাজে লাগিয়েছেন লিভারপুল ডিফেন্ডার।
২৪ বছর বয়সী এই ডিফেন্ডারকে মঙ্গলবার (২৭ জুন) সৌদি আরবে পা রেখে একটি সাক্ষাৎকার দিতে দেখা যায়। সেই সাক্ষাৎকারে কোনাতে বলেন, ‘আমি পবিত্র হজ পালনের জন্য ভিসা পেয়েছি। এখানে এসে এতো মানুষ দেখে খুবই ভালো লাগছে। আমার কাজগুলো সবই ঠিকঠাকভাবে হচ্ছে। আমি এখানে এসে খুবই খুশি।’
২০২১ সালে জার্মান ক্লাব আরবি লাইপজিগ ছেড়ে লিভারপুলে যোগ দেন কোনাতে। ইংলিশ ক্লাবটির হয়ে ২৯টি ম্যাচ খেলেছেন ফরাসি এই ডিফেন্ডার। ২০২২ সালে ফ্রান্সের জার্সি গায়ে অভিষেক হয় কোনাতের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।