জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের মুক্তাগাছায় এনজিও থেকে ঋণ না পেয়ে সেকেন্ড ম্যানেজার জুয়েলকে (৪০) ছুরিকাঘাতে গুরুতর আহত করেন যুবক রাজকুমার (৪০)। হামলার অভিযোগে রাজকুমার রবিদাস নামের ক্ষৌরকারকে গ্রেফতার করে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে মুক্তাগাছার জয় বাংলা বাজারের কাছে এনজিওটির ভূমিহীন মহিলা সমিতির ২২নং কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জুয়েল টাঙ্গাইল জেলার কালিহাতী থানার এলেঙ্গার শাহজাহানের ছেলে। তিনি ওই এনজিওর টাঙ্গাইল শাখার জামালপুরে সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত।
বিষয়টি নিশ্চিত করেন মুক্তাগাছা থানার ওসি মো. আব্দুল মজিদ।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এনজিও থেকে ঋণের জন্য ম্যানেজার জুয়েলের পিছু পিছু ঘুরতে থাকেন রাজকুমার। ঋণ না পেয়ে ওই ম্যানেজারের ওপর ক্ষোভ জন্মায় তার। মঙ্গলবার দুপুরে জয় বাংলা বাজারের কাছে ভূমিহীন মহিলা সমিতির ২২নং কেন্দ্র থেকে টাকা কালেকশন করে কেন্দ্র থেকে বের হওয়ার সময় প্রথমে ম্যানেজারের ২ চোখে বালু ছুড়ে দেয়। পরে রাজকুমারের হাতে থাকা ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। স্থানীয়রা জুয়েলকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়।
এ প্রসঙ্গে এনজিওটির প্রোগ্রাম অফিসার আবু আহম্মদ আব্দুল্লাহ বলেন, রাজকুমার রবিদাস এক সময় তাদের শাখার সদস্য ছিলেন। তাকে ঋণও দেওয়া হয়। তার লেনদেন পরিশোধের ইতিহাস অনেক খারাপ থাকায় তাকে শাখার সদস্য থেকে বাদ দেওয়া হয়েছে। এরপরও ঋণ নেওয়ার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করেন তিনি। ঋণ দিতে রাজি না হওয়ায় মাঠকর্মী জুয়েল মিয়ার ওপর হামলা চালান। তার শরীরের অবস্থা আশঙ্কাজনক।
মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদ বলেন, হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে অভিযুক্ত রাজকুমারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।