আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরে চলাচলকারী একটি জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে বিগত তিন মাসের মধ্যে প্রায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, অপরিশোধিত তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল লোহিত সাগরে এখনও উত্তেজনা অব্যাহত রয়েছে। এর মধ্যে সম্প্রতি আরেকটি জাহাজে হুতি বিদ্রোহীরা হামলা চালিয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এডেন উপসাগরে বাব আল-মানদাব প্রণালির কাছে রুবিমার নামের জাহাজটিতে হামলা চালায় হুতি বিদ্রোহীরা। এ হামলার পরই ক্রুরা জাহাজটি ছেড়ে পালিয়েছেন। গত বছরের শেষ দিক থেকে ইয়েমেনভিত্তিক এ গোষ্ঠীর লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলার শুরুর পর এবারই প্রথম কোনো জাহাজের ক্রুদের পালানোর ঘটনা ঘটেছে।
টানা তিনদিন ধরে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। এতে বর্তমানে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ৮৩ ডলারের ওপরে অবস্থান করছে। একই সঙ্গে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি রয়েছে ৭৯ ডলারের ওপরে।
সিঙ্গাপুর সময় দুপুর ১২টায় আগামী এপ্রিল মাসে সরবরাহ হতে যাওয়া ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেল স্থির হয় ৮৩.৪৭ ডলারে। এছাড়া মার্চে সরবরাহ হতে যাওয়া ডব্লিউটিআইয়ের দাম ০.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৯.৫৫ ডলার।
বছরের শুরু থেকেই ওঠানামার মধ্যে রয়েছে জ্বালানি তেলের দাম। বিশেষ করে, শীর্ষ আমদানিকারক দেশ চীনে দুর্বল চাহিদা থাকা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং ওপেক প্লাসের উৎপাদন কমানোর ঘোষণা — জ্বালানি তেলের দামের ওপর প্রভাব ফেলছে।
এ বিষয়ে কানসাসভিত্তিক টরটয়েজ ক্যাপিটাল অ্যাডভাইজার এলএলসি-এর সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার রব থুমেল বলেন, পরবর্তীতে কী হয়, বাজার সংশ্লিষ্টরা এখন সেটি দেখার অপেক্ষায় রয়েছেন। ওপেক প্লাস তাদের পরবর্তী আউটপুট নীতি সভায় কী সিদ্ধান্ত নেয়, ব্যবসায়ীরা এখন সেটির জন্য অপেক্ষা করছেন।
রেখা-ওম পুরী ক্যামেরার সামনে বাস্তবেই শা.রী.রিক সম্পর্কে জড়ান
বছরের দ্বিতীয় প্রান্তিকে তেল উৎপাদনের পরিমাণে কাঁটছাট করা হবে কি-না, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মার্চের শুরুর দিকে বৈঠক করবে ওপেক ও তার মিত্ররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।