বিনোদন ডেস্ক : ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক শিল্পী আছেন, যারা হয়তো কোনোদিন নায়ক কিংবা নায়িকার চরিত্রে অভিনয় করেননি। কিন্তু তা সত্ত্বেও, দর্শকদের মধ্যে তাঁদের বিপুল জনপ্রিয়তা রয়েছে। চলচ্চিত্রের ইতিহাস ঘাঁটলে এমন বহু শিল্পীর নাম পাওয়া যাবে। বিশেষত, কৌতুক শিল্পীদের কথা তো বলতেই হবে। কারণ, হিরো-ভিলেনের লড়াইয়ের মাঝে তাঁরাই দর্শকদের একটু হাসির রসদ জোগান।
ভারতেও এমন বহু নামী কৌতুকশিল্পী রয়েছেন। তবে আপনি কি জানেন, লোক হাসিয়েই ভারতীয় সিনেমার এই কৌতুকশিল্পীরা আজ কয়েক কোটি টাকার মালিক। হ্যাঁ, ঠিকই দেখছেন। আজ দেশের সবচেয়ে বড়লোক পাঁচ কমেডিয়ানের (Comedian) নাম এই প্রতিবেদনে তুলে ধরা হল। সঙ্গে দেওয়া হল, তাঁদের সম্পত্তির পরিমাণও (Net Worth)।
রাজপাল যাদব (Rajpal Yadav)- বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডিয়ানদের মধ্যে একজন হলেন ইনি। ‘চুপ চুপ কে’ থেকে শুরু করে ‘ভুল ভুলাইয়া’ হয়ে হালফিলের ‘ভুল ভুলাইয়া ২’, বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন এই জনপ্রিয় কৌতুকশিল্পী। আর তিনিই কয়েক কোটি টাকার মালিক। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, রাজপালের মোট সম্পত্তির পরিমাণ ৫০ কোটি টাকা।
পরেশ রাওয়াল (Paresh Rawal)- কৌতুকশিল্পীদের নামের তালিকায় পরেশের নাম থাকবে না, এমনটা সম্ভব নয়। বর্ষীয়ান এই অভিনেতা বলিউডের ইতিহাসের বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজিতে তাঁর অভিনীত ‘বাবু ভাইয়া’র চরিত্রটি তো দর্শকদের বিশেষ পছন্দের। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকশিত তথ্য অনুযায়ী, পরেশের মোট সম্পত্তির পরিমাণ ৯৩ কোটি টাকা।
জনি লিভার (Johnny Lever)- নব্বইয়ের দশকের একাধিক ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন জনি। আর এখনও করে যাচ্ছেন। হালফিলের ‘হাউসফুল ৪’, ‘গোলমাল এগেইন’ ছবিতেও তাঁর উজ্জ্বল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সূত্র মারফৎ জানা যায়, জনির মোট সম্পত্তির পরিমাণ ২২৭ কোটি টাকা।
কপিল শর্মা (Kapil Sharma) – এদেশের ‘কমেডি কিং’ বলা হয় তাঁকে। তবে শুধুমাত্র ভারতেই নয়, কপিলের জনপ্রিয়তা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তাঁর ‘দ্য কপিল শর্মা শো’য়ের জনপ্রিয়তাও আকাশছোঁয়া। এই শোয়ের সৌজন্যে প্রত্যেক মাসে ৮ কোটি টাকা কামাই করেন তিনি। শোনা যায়, কপিলের মোট সম্পত্তির পরিমাণ ৩৩৬ কোটি টাকা।
ব্রহ্মানন্দম (Brahmanandam) – ভারতের সবচেয়ে বড়লোক কমেডিয়ান হলেন ব্রহ্মানন্দম। দক্ষিণী ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত নাম। সেই ইন্ডাস্ট্রির একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি।ব্রহ্মানন্দমের কমিক টাইমিং দুর্দান্ত। তাই দর্শকদের নজরে আলাদা করে পড়েন তিনি। দর্শকদের একথা অজানা নয়, প্রত্যেকটি ছবির জন্য মোটা টাকার পারিশ্রমিক ধার্য করেন এই নামী কৌতুকশিল্পী। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, দক্ষিণী ইন্ডাস্ট্রির এই নামী অভিনেতা ৩৪০ কোটির সম্পত্তির মালিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।