স্পোর্টস ডেস্ক : ধববধবে সাদা টি শার্ট আর কালো ট্রাউজার পরা সাকিব আল হাসান যেন অন্য অবতারে। পানির বোতলে চুমুক দিতে দিতে এগিয়ে এলেন লবির সামনে অপেক্ষারত সংবাদকর্মীদের দিকে। যে সাকিব সংবাদমাধ্যমক কে ফাঁকি দিতে ওস্তাদ তাকে এমন রূপে দেখা চমকই বটে। কাছে এসে, ‘আমি সবসময় ফ্রি বলেই’-উঠে গেলেন গাড়িতে।
বিকেলে সাকিব হোটেল থেকে বেরিয়ে ফেরেন সন্ধ্যায়। এর আগে সারাদিন কেউ ঘোরাফেরা, কেউ সিনেমা আবার কেউ মুখরোচক ভোজের খোঁজে চষে বেড়িয়েছেন সিলেট শহরে। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের রোমাঞ্চকর জয়ের পর দলের পরিবেশ ফুরফুরে, চাঙ্গা। ব্যাট-বল থেকে দূরে থেকে প্রত্যেকে সময় কাটিয়েছেন নিজের মতো করে।
রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই চলতি বছর টি-টোয়েন্টি সিরিজ জয়ের হ্যাটট্রিক হবে। ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, আয়ারল্যান্ডের পর আজ আফগানিস্তানের পর জিতলেই বছরে সবগুলো টি-টোয়েন্টি সিরিজ জেতার রেকর্ড গড়বে বাংলাদেশ। এর আগে বছরে সবগুলো সিরিজ জেতার কোনো রেকর্ড নেই লাল সবুজের দলের। শুধু তাই নয় আফগানদের বিপক্ষেও প্রথম সিরিজ জয়ের রেকর্ড হবে।
এই সিরিজের পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে লম্বা বিরতিতে যাবে দল। পরবর্তী খেলা ২০২৪ সালের শুরুতে। প্রথম ম্যাচে ২ উইকেটে জয়ের পর সিরিজ জয়েও আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন তাওহীদ হৃদয়। ‘এই টাইপের ম্যাচ যার সঙ্গে জিতি না কেন, আত্মবিশ্বাস সব ক্রিকেটারকে দেবে। এই রকম ম্যাচ কমই হয়, আমি মনে করি।’
সারাদিন সস্ত্রীক ঘোরাফেরা আর খাওয়া-দাওয়ার ব্যস্ত থাকা শরিফুল ইসলাম যেন আরও এক কাঠি সরেস। বিকেলে সংবাদমাদ্যমে পাঠানো ভিডিও বার্তায় জানিয়েছেন চোখে চোখ রেখে লড়াই করতে নামবে বাংলাদেশ।
‘আসলে র্যাঙ্কিং তো এখন ম্যাটার করে না। টি-টোয়েন্টিতে বিশেষ করে, ১২০ বলের খেলা; বলা যায় না কখন কার দিকে চলে যায়। যতই আফগানিস্তান র্যাঙ্কিংয়ে আমাদের উপর থাকুক না কেন, আমরাও লড়াই করতে নামব। তাদের চোখে চোখ রেখে চেষ্টা করব, দেখা যাক কি হয়।’
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। আগের ম্যাচের মতো নামতে পারে তিন পেসার-তিন স্পিনার নিয়ে। প্রথম ম্যাচে ব্যর্থ ছিল টপ অর্ডার, দ্বিতীয় ম্যাচে নজর থাকবে তাদের উপরও। উইকেটও হবে স্পোর্টিং, তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা তুলোনামূলক সহজ। প্রথম ম্যাচে বৃষ্টির পূর্বাভাস থাকলেও সমস্যায় ফেলেনি। মাত্র ১৫ মিনিট বন্ধ ছিল। এই ম্যাচেও আছে বৃষ্টির সম্ভাবনা।
বাংলাদেশ দল আরাম-আয়েশে আফগানিস্তান ঐচ্ছিক অনুশীলন করে। হজরতুল্লাহ জাজাইরা ঝালাই করে নিয়েছেন নিজেদের। তবে বেশ কয়েকজন টিম হোটেলেই সিনেমা দেখে সময় কাটিয়েছেন। সব মিলিয়ে যে কোনো উপায়ে রশিদ খানের দলও জিততে মরিয়া, এটা বলার অপেক্ষা রাখে না।
সিলেটে টি-টোয়েন্টি সিরিজ ঘিরে ছিল দর্শকদের জোয়ার। দ্বিতীয় ম্যাচ ঘিরেও টিকিটের চাহিদা তুঙ্গে। প্রথম ম্যাচে দারুণ ক্রিকেটে দর্শকদের হতাশ করেনি বাংলাদেশ, সিরিজ জিতে উৎসবের ষোলো-কলা পূর্ণ করতে পারবেতো সাকিবের দল?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।