স্পোর্টস ডেস্ক : শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করার রেকর্ড অহরহ। কিন্তু শেষ ওভারে মাত্র ৫ রান তাড়ায় ৬ উইকেট হারানের বাজে নজির হয়তো নেই। এমন অভাবনীয় অঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট প্রিমিয়র লিগের তৃতীয় ডিভিশনের ম্যাচে। যা দেখে হতবাক ক্রিকেট বিশ্ব।
শেষ ওভারের ছয় বলে ৬টি উইকেট নিয়ে কোনও বোলার ম্যাচ জিতিয়েছেন কিনা, তা মনে করতে পারছেন না প্রবীণরাও।
তবে অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে এক ওভারে ছয় উইকেট নেওয়ার ঘটনা এই প্রথম ঘটল না। অতীতে এক ওভারে ৬টি উইকেট নেওয়ার নজিরও আছে। ২০১৭ সালের জানুয়ারিতে এক ওভারে অ্যালেড ক্যারি ৬টি উইকেট নিয়েছিলেন।
শনিবার কারারা কমিউনিটি সেন্টারে গোল্ড কোস্ট প্রিমিয়র লিগের তৃতীয় ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিল মুদগিরাবা নেরাং অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাব এবং সারফার্স প্যারাডাইস। ৪০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭৮ রানে অল-আউট হয় মুদগিরাবা।
রান তাড়া করতে নেমে ভালো জায়গায় ছিল সারফার্স। ৩৯ ওভারের শেষে সারফার্সের স্কোর ছিল চার উইকেটে ১৭৪ রান। অর্থাৎ জয়ের জন্য শেষ ওভারে মাত্র পাঁচ রান দরকার ছিল সারফার্সের। আর তারপরই ঘটে অভাবনীয় ঘটনা।
প্রথম বলেই জেক গারল্যান্ডকে আউট করেন মর্গ্যান। দ্বিতীয় বলে মিড-অনে যায় কোন্নর ম্যাথিসনের ক্যাচ। তৃতীয় বলে মাইকেল কুর্তিনের ক্যাচ যায় মিড-উইকেট। এবার ক্যাচ ধরেন ইশান সান্ধু। চতুর্থ বলে ড্রেসিংরুমে ফিরে যান ওয়েড ম্যাকডুগল। ক্যাচ ধরেন পয়েন্টের ফিল্ডার আরমান সিধু।
শেষ দুটি বলে বোল্ড করেন মরগান। পঞ্চম বলে আউট করেন রিলে এককার্লস্লেকে। শেষ বলে ব্রডি ফ্রেলানকে আউট করে দেন। তার ফলে চার উইকেটে ১৭৪ রান থেকে ১৭৪ রানে অল-আউট হয়ে যায় সারফার্স। হেরে যায় চার রানে।
মরগানের বোলিং ফিগার ছিল- সাত ওভারে ১৬ রান দিয়ে সাত উইকেট। যিনি ম্যাচের শেষে সেই অবিশ্বাস্য কীর্তি নিয়ে কিছুটা মজা করেন মুদগিরাবা নেরাং অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের বোলার। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য গোল্ড কোস্ট বুলেটিনের প্রতিবেদন অনুযায়ী, মর্গ্যান জানান যে তাঁর কীর্তি দেখে সকলে হতবাক হয়ে গিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।