জুমবাংলা ডেস্ক : সারা দেশে বৃষ্টি বাড়ায় অঞ্চলভেদে এক থেকে ৯ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমেছে। এ কারণে চার অঞ্চলে দেওয়া তাপপ্রবাহের সতর্কবার্তা প্রত্যাহার করেছে আবহাওয়া অধিদপ্তর।
রাষ্ট্রীয় এই সংস্থার তথ্য অনুযায়ী, আগামীকাল রবিবারও দেশে বৃষ্টিপাতের এলাকা ও পরিমাণ কিছুটা বাড়তে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা কমবে।
পরদিন সোমবার সারা দেশেই বৃষ্টির আভাস রয়েছে। এর মাধ্যমে তাপপ্রবাহ বিদায় নিতে পারে।
এদিকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দিকে ঘূর্ণিঝড় ‘রেমাল’ ধেয়ে আসছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি।
এ বিষয়ে আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, সোমবার সারা দেশে বৃষ্টি হয়ে কিছুদিনের জন্য তাপপ্রবাহ পুরোপুরি বিদায় নিতে পারে। ২২ বা ২৩ মে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
তবে লঘুচাপ হলে তা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে জানান এই আবহাওয়াবিদ।
আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল গোপালগঞ্জ, রাজশাহী, নোয়াখালী, কক্সবাজার, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি) তাপপ্রবাহ বয়ে গেছে।
গত ২৪ ঘণ্টায় (শনিবার সন্ধ্যা ৬টার পূর্ববর্তী) ১৪ জেলায় বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। এ ছাড়া মৌলভীবাজারে, শ্রীমঙ্গলে ৪১ মিলিমিটার, ফেনীতে ২১ মিলিমিটার, ময়মনসিংহে ১৪ মিলিমিটার এবং চাঁদপুর ও চট্টগ্রামের সন্দ্বীপে ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।