বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Itel জুলাই মাসে তাদের কালার পরিবর্তন সহ সস্তা itel Color Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটির বিশেষত্ব হল এটির ব্যাক প্যানেলে কালার পরিবর্তন সহ IVCO ফিচার দেওয়া হয়েছিল। একইসঙ্গে এই ফোনটিতে 12GB পর্যন্ত RAM, Dimensity 6080 চিপসেট, 6.6 ইঞ্চির 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, 50MP AI ক্যামেরা মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে। তাই ফোনটি এতও কম দামে ভালো 5জি অপশন হবে। বর্তমানে ফোনটিতে 1,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, অফার এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে।
itel Color Pro 5G এর দাম এবং অফার : itel Color Pro 5G স্মার্টফোনটিতে 6GB RAM+128GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি বর্তমানে 1,500 টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার সহ মাত্র 8,399 টাকা দামে পাওয়া যাচ্ছে।
ওয়ান কার্ড ক্রেডিট কার্ড এবং AU ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশনের মাধ্যমে 1,500 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় দেওয়া হচ্ছে। আমাজন পে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের ব্যাবহার করলে 5 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। ব্যাঙ্ক অফার ছাড়াও ফোনটি 3 থেকে 6 মাসের নো-কোস্ট EMI এর মাধ্যমে কেনা যাবে।
এক্সচেঞ্জ অফার হিসেবে কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 9,350 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে এই অফার পুরনো ফোনটির কন্ডিশনের উপর নির্ভর করবে। জানিয়ে রাখি লঞ্চের সময় itel Color Pro 5G ফোনটি 9,999 টাকা দামে Lavender Fantasy এবং River Blue কালার অপশনে পেশ করা হয়েছিল।
Itel colorPro 5G ফোনটি কি কেনা উচিৎ?
Itel colorPro 5G স্মার্টফোনটিতে নেক্সট-জেনারেশন IVCO (আইটেল বিবিড কালার) ফিচার পাওয়া যায়। এই ফিচারের মাধ্যমে সূর্যের আলো ফোনটিতে পরা মাত্র কালার পরিবর্তন করে। এই ইউনিক ফিচারের ব্যাবহার এর আগে Vivo এবং Oppo স্মার্টফোন দেখা গিয়েছিল। ফোনটি পারফরমেন্সের দিক দিয়েও বেশ ভালো। কারণ এতে মেম্বারই ফিউশন ফিচারের সাহায্যে 12GB পর্যন্ত RAM এবং শক্তিশালী Dimensity 6080 চিপসেট দেওয়া হয়েছিল। তাই কম দামে নতুন 5জি ফোন হিসেবে একটি ভালো অপশন হতে পারে।
Itel Color Pro 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Itel Color Pro 5G স্মার্টফোনটিতে 6.6 ইঞ্চির 90Hz রিফ্রেশ রেটযুক্ত HD+ IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে ওয়াটারড্রপ নচ ডিজাইন রয়েছে। প্রসেসর: Itel Color Pro 5G স্মার্টফোনটিতে শক্তিশালী MediaTek Dimensity 6080 চিপসেট রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 420,000 AnTuTu স্কোর পেয়েছে।
স্টোরেজ: ফোনটিতে ফিউশন ফিচার সহ 12GB পর্যন্ত RAM পারফরমেন্স পাওয়া যায়। তবে সাধারণভাবে 6GB RAM+128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ক্যামেরা: এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং LED ফ্ল্যাশ সহ লঞ্চ করা হয়েছিল। এই ক্যামেরা সেটআপে 50MP AI প্রাইমারি সেন্সর এবং AI সেন্সর সহ 8MP ক্যামেরা দেওয়া হয়েছিল। ফোনটিতে রেয়ার ক্যামেরাতে প্যানোরমা মোড, প্রো মোড, AR শট এবং টাইম লেপ্স এর মতো ফিচার পাওয়া যায়।
ব্যাটারি: Itel Color Pro 5G ফোনটিতে 18W চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। অন্যান্য: এই ফোনটিতে 10 5G Bands সাপোর্ট সহ ডুয়েল সিম 5জি, 4G, ওয়াই-ফাই, ব্লুটুথ এর মতো বিভিন্ন ফিচার রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।