স্পোর্টস ডেস্ক: লুঙ্গি বাংলাদেশের জাতীয় পোশাক। পছন্দের এই পোশাক অতি আরামদায়ক এবং ‘বিপজ্জনক’ও বলে থাকেন অনেকে। এই পোশাকটির কথা প্রবাসে গিয়েও বাঙালিরা ভুলতে পারেন না। তাই প্রবাসে লুঙ্গি পরিহিত বাঙালি দেখা বিরল কোনো ঘটনা নয়। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে গতকাল বুধবার অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশের তৃতীয় ওয়ানডেতেও গ্যালারিতে দেখা গেছে লুঙ্গি পরিহিত বাংলাদেশি সমর্থকদের।
তবে এই সমর্থকদের লুঙ্গি পরে আসার পেছনে হয়তো অন্য একটা উদ্দেশ্যও ছিল। কারণ দক্ষিণ আফ্রিকার তারকা পেসারের নাম লুঙ্গি এনগিডি! লুঙ্গি পরিহিত সমর্থকেরা একটি ব্যানারও নিয়ে এসেছিলেন। যাতে লুঙ্গি এনগিডির ছবিসহ লেখা ছিল, ‘উই লাভ লুঙ্গি’। তৃতীয় ম্যাচে ৫ ওভারে ২৪ রান দিয়ে উইকেটশূন্য লুঙ্গি এই ব্যানার দেখেছেন কিনা কে জানে?
গতকালের ম্যাচে ৯ উইকেটের বিশাল জয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। তাসকিন আহমেদের ৩৫ রানে ৫ উইকেটে মাত্র ১৫৪ রানে ধসে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। বাংলাদেশ উদ্বোধনী জুটিতেই তুলে ফেলে ১২৭ রান। শেষ মুহূর্তে লিটন দাস (৪৮) আউট না হলে ১০ উইকেটেই জয় আসত। তামিম অপরাজিত থাকেন ৮২ বলে ৮৭* রানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।