জুমবাংলা ডেস্ক : ভুয়া নম্বরপ্লেট ও রেজিস্ট্রেশনের জাল কাগজপত্র নিয়ে ফিটনেস সনদ নিতে এসে ধরা পড়েছে বিলাসবহুল টয়োটা লেক্সাস মডেলের একটি গাড়ি।
মঙ্গলবার বিআরটিএর ঢাকা মেট্রো সার্কেল-১ (মিরপুর) এ ঘটনাটি ঘটে।
বিষয়টি ধরা পড়ার পর গাড়ির চালক পালিয়ে গেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাড়িটি জব্দ করে বিআরটিএর মিরপুর কার্যালয়ে রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকা মেট্রো-ভ-১১-০৩৯৩ নম্বর যুক্ত গাড়িটি ফিটনেস নবায়ন সনদ গ্রহণের জন্য মিরপুর বিআরটিএতে আসে। গাড়িটি পর্যবেক্ষণ কেন্দ্রে প্রবেশের আগে আরএফআইডি স্টিকার লাগানোর সময় দেখা যায় গাড়ির নাম্বার ও চেচিস নাম্বার মিল নেই। বিষয়টিতে সন্দেহ হলে মোটরযান পরিদর্শক সরেজমিনে মোটরযানটি পরিদর্শন করে জালিয়াতির প্রমাণ পান। এরপর গাড়ির চালককেও আর খুঁজে পাওয়া যায়নি।
বিআরটিএ সূত্র জানায়, মোটরযান পরিদর্শক মো. আমিনুল ইসলামের প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি অবহিত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবরে চিঠি দেন সহকারী পরিচালক খালিদ মাহমুদ। পরে বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া জয়গীরদার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গাড়িটি জব্দ করে ডাম্পিং হেফাজতে রাখার নির্দেশ দেন।
বিআরটিএর কর্মকর্তারা বলেন, কর ফাঁকি দিয়ে অন্য কোন উপায়ে গাড়িটি দেশে আনা হয়েছে। হয়তো এরপর থেকে পুরনো একটি গাড়ির নম্বর লাগিয়েই চলছিল এই বিলাস বহুল গাড়িটি। গাড়িটির মূল্য আনুমানিক ১ কোটি টাকার বেশি বলে ধারণা তাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।