সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দ্বিতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মোহাম্মদ উল্লাহ্ (৪২) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে ওই মাদ্রাসা শিক্ষককে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার মোহাম্মদ উল্লাহ্ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামের বাসিন্দা। আর তিনি শিবালয় উপজেলার নয়াকান্দি জামিয়া ইসলামিয়া উলুম মাদ্রাসার শিক্ষক।
অভিযোগ সূত্রে জানা গেছে, বলাৎকারের শিকার ওই শিক্ষার্থী নয়াকান্দি জামিয়া ইসলামিয়া উলুম মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র। সেখানে থেকেই সে লেখাপড়া করে। গত রবিবার (২৪ আগস্ট) রাতের খাওয়া শেষ করে শিশুটি ঘুমিয়ে পড়ে। সেদিন রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদ উল্লাহ তাকে ঘুম থেকে ডেকে তার রুমে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পায়ু পথে ধর্ষণ করে। এ ব্যাপারে কাউকে কিছু জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হবে। সেই সাথে খুন করার ভয়ভীতিও দেখায়। ঘটনার পরদিন সোমবার কাউকে কিছু না বলে ওই ছেলে বাড়িতে চলে আসে এবং অসুস্থ্য হয়ে পড়ে। শিশুর মা তার অসুস্থতার কারণ জিজ্ঞাসা করলে ঘটনার বিষয়ে জানায়।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ঘটনা জানার পরপরই আমার স্ত্রী আমাকে জানান। আমি সাথে সাথেই ঢাকা থেকে চলে আসি। আমার আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজনদের বিষয়টি জানাই এবং মাদ্রাসায় গিয়ে মোহাম্মদ উল্লাহ্ আটক করে পুলিশে খবর দেই। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়। পরে আমি তার বিরুদ্ধে থানায় অভিযোগ করি।
তিনি আরো বলেন, প্রায় ৬ মাস ধরে বিভিন্ন সময় আমার ছেলেকে জোর পূর্বক পায়ু পথে ধর্ষণ করে আসছিল ওই শিক্ষক। সে ভয়ে এ বিষয়ে কাউকে কিছু বলে নাই। আমি এই ঘটনার সঠিক বিচার চাই।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ‘ভুক্তভোগীর পরিবার মাদ্রাসায় গিয়ে মোহাম্মদ উল্লাহ্কে আটক করে আমাদের খবর দেয়। সাথে সাথেই তাকে থানায় নিয়ে আসা হয়। পরে ভুক্তভোগী শিশুর বাবা থানায় অভিযোগ দেন। তাকে মামলা দিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।