স্পোর্টস ডেস্ক : ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০১৯ সালে। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পরেও আজও সমভাবে সংবাদ শিরোনামের হেডলাইনে বিশাল স্থান অধিকার করে রয়েছেন তিনি।
মহেন্দ্র সিং ধোনি, যিনি ভারতের হয়ে দুটি বিশ্বকাপ এবং আইসিসি আয়োজিত ক্রিকেটের সমস্ত ফরমেটে শিরোপা অর্জন করেছেন। বিশ্ব ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি একমাত্র অধিনায়ক যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। ক্রিকেটের পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির ব্যক্তিগত জীবনও সিনেমার গল্প কথার মত। যা বেশিরভাগ ক্রিকেট প্রেমীদের কাছে আদর্শ হিসেবে ঠাঁই পেয়েছে।
মহেন্দ্র সিং ধোনি এবং সাক্ষী ধোনি বরাবরই সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে আলাদা ভাবে উপস্থাপন করেছেন। শান্তিপ্রিয় এই জুটি বহু মানুষের কাছে ইনস্পিরেশন বলে গণ্য হয়। সম্প্রতি মহেন্দ্র সিং ধোনি এবং সাক্ষী ধোনির মধ্যে প্রেম কিভাবে বৃদ্ধি পেয়েছিল সেই প্রসঙ্গে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
কিভাবে মহেন্দ্র সিং ধোনির সাথে সম্পর্কে জড়ালেও সাক্ষী ধোনি? এই প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে আসলো আসল সত্যতা। আসলে মহেন্দ্র সিং ধোনির পিতা এবং সাক্ষী ধোনির পিতা রাচির একটি কারখানায় একসাথে কর্মরত ছিলেন। তাই ছেলেবেলা থেকেই মহেন্দ্র সিং ধোনির সাথে পরিচয় ছিল সাক্ষীর।
যদিও সাক্ষী আসামের তিনসুকিয়া জেলার লেখপানি শহরে জন্মগ্রহণ করেন। তিনি তার প্রাথমিক শিক্ষা দেরাদুনে করেন, এবং স্কুলের পড়াশোনা শেষ হয় রাঁচিতে। আর সেখানেই মহেন্দ্র সিং ধোনির সাথে পরিচয় ঘটে সাক্ষীর। এরপর অবশ্য গল্পটা সবারই জানা।
২০১০ সালে চার হাত এক হয় মহেন্দ্র সিং ধোনি এবং সাক্ষীর। বর্তমানে ক্রিকেট জগতে সুখী দম্পতি জুটির মধ্যে এই জুটি সেরার সেরা তকমা পেয়েছে। মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও নিয়মিতভাবে ভারতীয় প্রিমিয়ার লিগে পারফরম্যান্স করে চলেছেন। আগামী ২৬ মার্চ আইপিএলের প্রথম ম্যাচে কলকাতার বিরুদ্ধে নিজের দল চেন্নাইয়ের নেতৃত্ব দেবেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।