আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থান রাজ্যের কুচামন পৌরসভার বিরোধীদলীয় নেতা অনিল সিংহ মেদতিয়ার সঙ্গে ঘটে যাওয়া এক ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজ্যের বিরোধীদলীয় এই নেতা শখ করে বিদ্যুৎচালিত গাড়ি কিনেছিলেন। কিন্তু হঠাৎ করে মাঝপথে গাড়ির ব্যাটারি চার্জ শেষ হয়ে যাওয়ায় বিপত্তির মুখে পড়েন তিনি। প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হন অনিল।
কয়েক দিন আগেও মাঝরাস্তায় গাড়ি থেমে যায় অনিলের। উপায় না দেখে গাড়ির সামনে দড়ি বাঁধা হয়। ইলেকট্রিক গাড়ি চটজলদি বদলে যায় গরুর গাড়িতে। দু’টি গরু সেই গাড়িটিকে টেনে নিয়ে যায় গন্তব্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার।
সম্প্রতি রাজস্থানের দিদওয়ানা জেলার কুচামন শহরে এই ঘটনা ঘটেছে। কুচামন পৌরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ২০২৩ সালে ইলেকট্রিক গাড়ি কিনেছিলেন তিনি। কিন্তু গাড়ি নিয়ে প্রায়ই বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন তিনি।
অনিল সিংহ মেদতিয়ার দাবি, মাঝরাস্তায় যখন-তখন বন্ধ হয়ে যায় তার বৈদ্যুতিক গাড়ি। এখন পর্যন্ত মোট ১৬ বার গাড়ি মেরামত করেছেন বলে জানিয়েছেন তিনি। তারপরও গাড়িটি ঠিকঠাক চলে না। চালানোর আগে গাড়ির ব্যাটারি চার্জ দিয়ে বের হলেও প্রায়ই মাঝরাস্তায় বন্ধ হয়ে যায়।
आज डीडवाना में कुचामन नगर परिषद के प्रतिपक्ष नेताजी की इलेक्ट्रिक कार 🚗 ने जब रास्ते में धोखा दिया, तब बैलों ने जिम्मेदारी संभाली..!!
टेक्नोलॉजी और नागौरी बैलों का ऐसा अनोखा जुगाड़ सिर्फ राजस्थान में 🚗+🐂 = 💡 @8PMnoCM #Rajasthan #Didwana #Kuchaman #Nagaur @arvindchotia pic.twitter.com/jJ0F6oiF4A
— Vinod Bhojak (@VinoBhojak) December 28, 2024
বিনোদ ভোজক নামের এক্স অ্যাকাউন্টে এই ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, অনিলের ইলেকট্রিক গাড়ির সামনে দু’টি গরু দাঁড়িয়ে। দড়ি দিয়ে গাড়ির সঙ্গে বাঁধা হয়েছে গরু দু’টি। সেই গাড়ি টেনে নিয়ে যাচ্ছে গরু দু’টি। মাঝপথে অনিলের গাড়ি খারাপ হয়ে যাওয়ায় এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি।
উল্লুতে রিলিজ হলো নেট দুনিয়া কাঁপানো এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন, একা দেখুন
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখে একজন মন্তব্য করেছেন, ‘‘শেষমেশ গরু দু’টিই বাঁচাল।’’ আবার আরেকজন লিখেছেন, ‘‘এ তো আধুনিক গরুর গাড়ি!’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।