জুমবাংলা ডেস্ক : সিফাত উল্লাহ ওরফে সেফুদা মাঝে মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে ঝড় তুলে যায়। এবার তিনি এলেন, মেজর ডালিম এর পরিচয় নিয়ে। একদিন আগেই যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যাক্তি’কে এনে পরিচয় করিয়ে দেন মেজর ডালিম হিসেবে। ৭৫ এর সহস্য ও মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন কথা বলেন যা নিয়ে আলোচনা চলছে পুরো দেশে।
কিন্ত সিফাত উল্লাহ ওরফে সেফুদা আজকে একটি ভিডিও লাইভে এসে দাবি করেছেন “এটা মেজর ডালিম হতে পারে না, নকল মেজর ডালিম এই ব্যাক্তি, বানানো গল্প এটা। আরো বলেন, অই সাংবাদিক ক্রিমিনাল ও রাজাকার। যে ২৪ ঘন্টাই মিথ্যা কথা বলে, তার নাম মুখে নিয়ে আমি তাকে ভাইরাল করতে চাইনা।
প্রমান হিসেবে তিনি বলেন, মেজর ডালিমের ওয়াইফকে শেখ কামাল তুলে নিয়ে যায় নাই,শেখ কামাল সেখানে ছিলোই না। গাজীপুরের গাজী গোলাম মোস্তফা তাকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিলো তখন ডালিমের স্ত্রী ও শ্বাশুড়ি বললো তাকে একা যেতে দিব না। তখন তারা সেই গাড়িতে উঠে গেলেন। ডালিমের স্ত্রী ও শ্বাশুড়ি না গেলে হয়তো গাজী ডালিম কে মেরে ফেলত। সেই আশঙ্কা করে ডালিমের স্ত্রী অই গাড়িতে উঠে। এটা মেজর ডালিম হতেই পারে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।