জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর সোনাইমুড়ীতে জাল দলিল ব্যবহার করে জমির নামজারি করার অভিযোগে শোয়েব সারওয়ার (৩৫) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে এ রায় দেন সোনাইমুড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত। শোয়েব সারওয়ার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা এবং গোলাম সারওয়ারের ছেলে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, পালপাড়া মৌজার একটি জমির নামজারি শুনানিকালে মূল দলিল ও অনলাইনে দাখিল করা স্ক্যান কপির মধ্যে অসঙ্গতি ধরা পড়ে। ২০২৩ সালে করা একটি নামজারি আবেদনের দলিল স্ক্যান কপির সঙ্গে খতিয়ান না মেলায় সন্দেহ সৃষ্টি হয়। পরে জিজ্ঞাসাবাদে শোয়েব স্বীকার করেন যে, তিনি স্ক্যান কপি টেম্পার করে (সম্পাদনা করে) তা জমা দিয়েছিলেন।
স্বীকারোক্তির ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং তাৎক্ষণিকভাবে তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত বলেন, “অভিযুক্ত ব্যক্তি নিজেই জালিয়াতির কথা স্বীকার করায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগেও তার আরও দুটি আবেদনে একই ধরনের জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। জমি-সংক্রান্ত অনিয়ম ও জালিয়াতি রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম জানান, আদালতের নির্দেশ অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি নোয়াখালী জেলা কারাগারে রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।