সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের দৌলতপুরে মিষ্টির পঁচা গাদ, আটা ও চিনি দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘সন্দেশ’ তৈরির অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চার কারখানা মালিককে চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টা থেকে বারোটা পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুরের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত ইউএনও) আহসানুল আলম ও সেনাবাহিনীর ক্যাপ্টেন আসিফ হাসান সোভন। এ সময় সেনাবাহিনী, পুলিশ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
এর আগে, জাতীয় অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলা.কম ও মানিকগঞ্জের স্থানীয় দৈনিক আল-আযানে ‘মিষ্টির পচাঁ গাদ দিয়ে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে সন্দেশ!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর পরই মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার নির্দেশনায় তাৎক্ষণিক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে ভেজাল শিশু খাদ্য উৎপাদনকারী মো. রাজিব, তোফায়েল মিয়া, মো. আব্দুর রউফ ও মো. হিরু মিয়াকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে এক লক্ষ টাকা করে মোট চার লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য উৎপাদনকারী কাঁচামাল জব্দ ও নষ্ট করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম বলেন, ভেজাল শিশু খাদ্য উৎপাদনকারী চারজনকে চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ ও নষ্ট করা হয়েছে। একইসাথে এসব প্রতিষ্ঠান ব্ধে করে দেয়া হয়েছে। এছাড়া অন্য প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।