মেলায় পাশাপাশি বসেছে শাকিব, অপু ও বুবলী!

শাকিব

জুমবাংলা ডেস্ক : চলচ্চিত্র জগতের আলোচিত তিন তারকার নামে নিজের পোষা বিড়ালের নাম রেখে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছে মারিয়া। তিনি বরিশালে প্রথমবারের মতো আয়োজিত বিড়াল মেলায় শাকিব খান, অপু বিশ্বাস ও বুবলিকে নিয়ে অংশ নিয়েছেন। সত্যিকারের চিত্রতারকা নয় তারা, তবু মেলায় নামের কারণে তাদের দেখতে মানুষের ভিড় দেখা গেছে।

শাকিব

শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে ক্যাট/পার্সিয়ান ক্যাট সোসাইটি অব বরিশাল নামে একটি ফেসবুক গ্রুপের উদ্যোগে নগরীর ইউরোটেল বিডি কনভেনশন হলে এই মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো নুরুল আলম।

মেলায় আগতরা এ ধরনের একটি মেলার আয়োজনে উৎসাহ প্রকাশ করেছেন। তারা জনান, একটা একটা করে বিড়াল লালন-পালন করতে করতে ভালোবাসা হওয়ায় আজ অনেক বিড়াল পালন করছেন তারা।

শাকিব, অপু ও বুবলী

বরিশালের উজিরপুরের আইডিয়াল কলেজের প্রভাষক মারিয়া জানান, তার এখন ১১টি বিড়াল রয়েছে। এই বিড়ালেরই তিনটি বিড়ালের নাম দিয়েছন শাকিব খান, অপু বিশ্বাস ও বুবলি।

মেলায় মোট ৪০ জন অংশগ্রহনকারী ৫০টি বিড়াল নিয়ে উপস্থিত হয়েছেন। আয়োজকরা জানান, মূলত পশুর প্রতি ভালোবাসা থেকেই এই ধরনের আয়োজন। ভবিষ্যতে সবার যেন অবলা প্রাণীর প্রতি মমত্ববোধ বাড়ে, তাতেই সার্থক তারা।

বিয়ের আগেই পুরুষদের হতে এই বিষয়ে সতর্ক হতে হবে

পোষা বিড়ালের নাম কেন তারকাদের নাম সাংবাদিকরা জানতে চাইলে মারিয়া জানান, ব্যক্তিগত জীবনের নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন এই তিন তারকা। তিনি প্রত্যাশা করেন তাদের জীবনের সব জটিলতা কেটে যাক। তারকাদের প্রতি ভালোবাসা থেকেই তিনি প্রাণিগুলোর নাম দিয়েছেন তারকাদের নামে। কেউকে হেয় করার উদ্দেশ্যে নয়।