বিনোদন ডেস্ক : মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চা চলে।
অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় অভিনেত্রীকে, তবে সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। তবে সম্প্রতি একেবারে একটি ভিন্ন কারণে চর্চার আলোয় উঠে এসেছেন মালাইকা আরোরা।
সম্প্রতি একটি ভিডিওর সূত্র ধরেই চর্চার আলোয় মালাইকা আরোরা। সেখানে একাধিক ভিন্ন সাজে দেখা মিলেছে তার। উল্লেখ্য, একটি জনপ্রিয় পোশাক সংস্থার হয়ে প্রচারে দেখা মিলেছে অভিনেত্রীর। আপাতত মালাইকা ‘ইন্দুস্’ নামের নামি পোশাক সংস্থার মুখ।
সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওতে এই উল্লেখ্য পোশাক সংস্থার শীতের সংগ্রহের সম্ভার নিয়েই হাজির হয়েছিলেন অভিনেত্রী। ডিজাইনার ট্রাডিশনাল ও ইন্দো-ওয়েস্টার্ন পোশাকের সম্ভার নিয়ে এই শীতেই আসতে চলেছে ‘ইন্দুস্’। আপাতত সেই ভাইরাল হওয়া ভিডিওতে এই পোশাক সংস্থারই এক্সক্লুসিভ সংগ্রহে সেজে উঠতে দেখা গিয়েছে মালাইকাকে।
অভিনেত্রীর এই সাম্প্রতিক ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটনাগরিকদের মাঝে একাধিক কথার গুঞ্জন শোনা গিয়েছে। অনেকের মতে তিনি তার দীর্ঘদিনের প্রেমিক অর্জুন কাপুরের সাথে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। তবে অভিনেত্রী যে শুধুমাত্র বিজ্ঞাপনের খাতিরেই এই ভিন্ন সাজে সেজে উঠেছিলেন, তা অবশ্য বলার অপেক্ষা রাখছে না।
একটি রিল ভিডিও আকারেই নিজের সমস্ত সাজ শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। এই মুহূর্তে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সেই ভিডিওটির দেখা মিলবে। অভিনেত্রীকে প্রশংসাতেও ভরিয়েছেন তার ভক্তমহল। উল্লেখ্য, ভিডিওটি শেয়ার করে ‘ইন্দুস্’এর সম্পর্কে কিছু প্রচার সংক্রান্ত কথাও ক্যাপশন আকারে লিখতে দেখা গিয়েছে তাকে। বলাই বাহুল্য, এই মুহূর্তে অভিনেত্রী নিজের এই প্রচার ভিডিওর সূত্র ধরেই চর্চিত হচ্ছেন নেটমহলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।