জুমবাংলা ডেস্ক : রাজধানীর পূর্ব রাজাবাজারে ভবন মালিকের গাড়িচাপায় দারোয়ান মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
শুক্রবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খান।
তিনি জানান, সড়ক পরিবহন আইনে মামলা করেছেন নিহতের স্ত্রী। ঘটনার পর থেকেই পলাতক আছেন আসামি ইঞ্জিনিয়ার মফিদুল ইসলাম।
ড্রাগন ফল খেলে যা ঘটবে আপনার শরীরে
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে প্রাইভেটকার নিয়ে বের হচ্ছিলেন ইঞ্জিনিয়ার মফিদুল ইসলাম। এ সময় দারোয়ান ফজলুল হক গ্যারেজের দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজের দরজার সামনে দাঁড়িয়ে থাকা ফজুলল হকের ওপরে উঠে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই মারা যান ফজলুল হক। মফিদুল ইসলাম বিআইডব্লিউটির সাবেক কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।