আন্তর্জাতিক ডেস্ক : আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মাল্টা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলা। সম্প্রতি ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার পর ইউরোপের ছোট্ট দেশটি এ সিদ্ধান্ত জানালো।
মঙ্গলবার (৩০ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে আবেলা বলেন, ‘আমাদের দেশের অবস্থান মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পক্ষে সমাধান খুঁজে বের করার প্রতি আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে।’
তার ঘোষণার কয়েক আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও একই ধরণের ঘোষণা দিয়েছেন।
আবেলা প্রথমে মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছিলেন। এরপর বলেছিলেন, জুন মাসে ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের সম্মেলনের সময় এটি হবে; তবে পরে সম্মেলনটি স্থগিত করা হয়।
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য মাল্টা সরকারের ওপর সরকারের ভেতর থেকে ক্রমবর্ধমান চাপ রয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়ে মধ্য-ডানপন্থী বিরোধী দলও অবিলম্বে স্বীকৃতির আহ্বান জানিয়েছে।
ভূমধ্যসাগরীয় ইউরোপীয় দ্বীপটির ফিলিস্তিনি স্বার্থের প্রতি সমর্থনের ইতিহাস রয়েছে। তারা ‘দ্বি-রাষ্ট্রীয়’ সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করেছে।
এর আগে গত মে মাসে আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।