স্পোর্টস ডেস্ক : সেই একই চিত্র। ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে দলের হার এড়ালেন ক্রিস্টিয়ানো রোনালদো। বছর বছর এমন দৃশ্য দেখতে রীতিমত অভ্যাস হয়ে গেছে ভক্তদের। রোনালদোও তাদের খুব একটা নিরাশ করেন না। এবারও করলেন না।
আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে মিশরের জামালেকের বিপক্ষে ম্যাচের অন্তিম মূহূর্তে গোল করেন আল নাসরের প্রাণ ভোমরা রোনালদো। ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল জামালেক। ম্যাচটা হেরে গেলে আল নাসর বিদায় নিত প্রতিযোগিতা থেকে। সেটি হতে দেননি সিআর সেভেন।
দারুণ এক হেডে আল নাসরকে সমতায় নিয়ে আসেন। তাতে রোনালদোর আরেকটি মিশনও সফল হয়েছে। প্রথমবার তার সঙ্গে খেলতে নেমেছিলেন সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে। বায়ার্ন মিউনিখ থেকে আল নাসরে উড়ে আসা মানে প্রথমবার মাঠে নেমেছিলেন। তার অভিষেক ভেস্তে যেতে দেননি রোনালদো।
১-১ গোলে ড্র হয় দুই দলের ম্যাচ।
‘সি’ গ্রুপের রানার্সআপ হিসেবে কিং সালমান ক্লাব কাপ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে আল নাসর। রোববার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর রাজা দি ক্লাসাব্লাঙ্কার বিপক্ষে খেলবে রোনালদো-মানের দল।
মাত্র ১০ টাকার এই জিনিসটি খেলেই কন্ট্রোলে চলে আসবে ডায়াবেটিস
এছাড়া সৌদি প্রো লিগে (এসপিএল) আল নাসর তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে ১৪ আগস্ট আল ইত্তিফাকের বিপক্ষে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।