মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন,‘তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানবকল্যাণের জন্যই তোমাদের আগমন ঘটানো হয়েছে’ (সুরা আলে ইমরান : ১১০)।

রাসুলুল্লাহ (সা.) মানবসেবার গুরুত্ব তুলে ধরে বলেছেন,‘যতক্ষণ কোনো বান্দা তার ভাইয়ের সহযোগিতায় নিয়োজিত থাকে, আল্লাহ ততক্ষণ তার সাহায্য অব্যাহত রাখেন’
(তিরমিজি)।
তিনি আরও বলেছেন,
‘সমগ্র সৃষ্টিজগৎ আল্লাহর পরিবারভুক্ত। আল্লাহর কাছে সেই ব্যক্তিই সবচেয়ে প্রিয়, যে তাঁর সৃষ্টির প্রতি সদয় আচরণ করে’
(বায়হাকি)।
মানুষের প্রতি দয়া প্রদর্শনের ব্যাপারে রাসুল (সা.) অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করেছেন। তিনি বলেন,
‘যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতিও দয়া করেন না’
(বুখারি)।
আর্তমানবতার প্রতি অবহেলার ভয়াবহ পরিণাম সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কেয়ামতের দিন আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবেন—
‘আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি; আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাওনি; আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করোনি।’
বান্দা বিস্মিত হয়ে বলবে—‘হে আমার প্রতিপালক! তুমি তো সব অভাব থেকে মুক্ত।’
তখন আল্লাহ বলবেন—‘আমার অমুক বান্দা ক্ষুধার্ত হয়ে তোমার কাছে এসেছিল, তাকে খাওয়ালে আমাকেই খাওয়ানো হতো। পিপাসার্তকে পানি দিলে আমাকেই পানি দেওয়া হতো। রোগীর সেবা করলে আমাকে সেবা করা হতো। তুমি কি এটা জানতে না?’
(মুসলিম)।
ইসলামে এক মুসলিমের ওপর আরেক মুসলিমের যেসব অধিকার রয়েছে, তার অন্যতম হলো অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া
(বুখারি)।
এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) আরও বলেন,
‘রোগীর খোঁজ নাও, ক্ষুধার্তকে খাবার দাও এবং বন্দিকে মুক্ত কর’
(বুখারি)।
অন্য হাদিসে এসেছে,
‘যখন কোনো মুসলিম তার অসুস্থ ভাইয়ের খোঁজ নিতে যায়, সে ফিরে না আসা পর্যন্ত জান্নাতের ফলের বাগানে অবস্থান করে।’
জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘খুরফা অর্থ জান্নাতের ফল পাড়া’
(মুসলিম)।
ইসলাম শুধু মুসলমানদের মধ্যেই নয়, বরং সমগ্র মানবজাতির সঙ্গে উত্তম আচরণের নির্দেশ দেয়। বিশেষভাবে এতিম, দরিদ্র, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর ওপর অধিক গুরুত্ব আরোপ করেছে।
পবিত্র কোরআনে এতিমের অধিকার আদায় না করা এবং অভাবীদের খাবার না দেওয়ার ব্যাপারে কঠোর সতর্কতা দিয়ে বলা হয়েছে—
‘তুমি কি তাকে দেখেছ, যে দীনকে অস্বীকার করে? সে তো সেই ব্যক্তি, যে এতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয় এবং মিসকিনকে খাবার দেওয়ার জন্য মানুষকে উৎসাহিত করে না’
(সুরা মাউন : ১–৩)।
মানবসেবা, দয়া ও সহানুভূতিই একজন মুমিনের প্রকৃত পরিচয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম পথ।
লেখক : মুহম্মাদ জিয়াউদ্দিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


