লাইফস্টাইল ডেস্ক : নিশ্চয়ই আপনিও লক্ষ্য করেছেন চেয়ারে বসে ঘুমালেই পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় কিন্তু পাখিরা গাছের ডালে ঘুমালে পড়ে যায় না কেন? এর কারণ কি জানেন? আসলে এর পিছনেও রয়েছে একটি বৈজ্ঞানিক কারণ। এবার বিস্তারিত জেনে নিন।
মজার ব্যাপার হল পাখি এক চোখ খোলা রেখেও ঘুমাতে পারে। পাখিরা মস্তিষ্ককে এমনভাবে নিয়ন্ত্রণ করে যে ঘুমের সময় তার মস্তিষ্কের একটি অংশ (বাম দিক বা ডান দিক) সক্রিয় থাকে। যে দিকে মস্তিষ্ক সক্রিয় থাকে, চোখের বিপরীত দিকটি খোলা থাকে অর্থাৎ একদিকে চোখ সচল থাকে আর অন্যদিকে মস্তিষ্ক সচল থাকে।
ঘুমানোর এই ক্ষমতার কারণে পাখি ঘুমের মধ্যেও যেকোনো বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারে। আপনি বুঝতেই পারছেন যে ব্যক্তি ঘুমানোর সময় গাছ থেকে না পড়ার একটি বড় কারণ হল তার মস্তিষ্কের একটি অংশ সক্রিয় থাকে।
আরেকটি কারণ তাদের পায়ের আকৃতি। এদের পায়ের গঠন এমন যে এরা যেকোনো বস্তুকে ভালোভাবে আঁকড়ে ধরতে পারে। ঘুমানোর সময়, তাদের পায়ের আঙ্গুলগুলি গাছের ডালে শক্তভাবে আঁকড়ে থাকে। তাই ঘুমন্ত অবস্থায়ও পাখিরা গাছ থেকে পড়ে না।
কিছু পাখি আছে যাদের চোখের পাতা তিনটি। একটি চোখের পাতা পলক ফেলার জন্য, দ্বিতীয়টি পলকটি পরিষ্কার করার জন্য আর তৃতীয় চোখের পাতাটি ঘুমানোর জন্য ব্যবহার করে। সুতরাং এই ধরনের পাখিরা চোখের সামনের পাতা না ফেলে তাদের ভেতরে চোখের পাতা বন্ধ করে ঘুমিয়ে নেয়।
ট্রেনে বা বাসে কোন ঘুমন্ত ব্যক্তি সামনের দিকে হোঁচট খেয়ে পড়ে যায়। কিন্তু পাখিদের ক্ষেত্রে এমনটা হয় না, কারণ তাদের পা পুরোপুরি শক্ত করে গাছের ডালকে আঁকড়ে ধরে থাকে। এ কারণে পাখিরা ঘুমন্ত অবস্থাতেও নিজেদের রক্ষা করতে পারদর্শী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।