মানুষের বসার ধরনই আপনাকে বলে দেবে মানুষটি কেমন

বসার ধরন

লাইফস্টাইল ডেস্ক : কথায় আছে, মানুষ চেনা সহজ নয়। বছরের পর বছর একসঙ্গে থাকলেও, পাশে মানুষটি ঠিক কেমন, তা জানা সত্যিই কঠিন। তার উপর দিন দিন লাইফস্টাইল কঠিন হয়ে পড়া। এর মাঝে পাশের মানুষটি যদি একেবারেই আপনার থেকে অন্যরকম হয়, তাহলে সত্যিই জীবনটা কঠিন হয়ে পড়ে। মনোবিদরা এসব নিয়ে সব সময়ই গবেষণা করে থাকেন। সেই গবেষণা থেকেই পাওয়া তথ্য অনুযায়ী, মানুষের বসার ধরন অনেক সময়ই আন্দাজ দিতে পারে মানুষটি ঠিক কেমন।

বসার ধরন

বিশেষজ্ঞরা বলছেন, সামনের দিকে ঝুঁকে যারা বসতে ভালবাসেন, তারা কৌতুহলী চরিত্রের হয়ে থাকেন। নতুন মানুষের সঙ্গে পরিচয় করতে, অজানা বিষয় সম্পর্কে জানতে পছন্দ করেন। এরা খুব সহজেই মানুষের মন জয় করে নেন।

যাঁরা দুই পা জোড়া করে বসেন, তারা আসলে পারফেকশনিস্ট। বাইরে থেকে এই ধরনের মানুষদের কঠিন স্বভাবের মনে হতে হলেও, এরা খুবই আন্তরিক ও দয়ালু হয়ে থাকেন।

যে মানুষটি পিছনের দিকে হেলে বসতে পছন্দ করেন, তিনি যেকোনও কাজ সময় নিয়ে করতে ভালোবাসেন। আবেগপ্রবণ ও স্পর্শকাতর হন এরা। আবেগের বশেই জীবনের সিদ্ধান্ত নিতে ভালবাসেন। এই মানুষরা অনেকই সময় ভুয়ো বন্ধুত্বের পাল্লায় পড়েন।

একেবারে মেরুদণ্ড সোজা ভাবে যাঁরা বসেন, তারা খুবই আত্মবিশ্বাসী হন। এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। এরা আবার খুব পরোপকারীও হন। স্বাস্থ্য সচেতন হন এরা। সেই জন্যই সোজা হয়ে বসেন, যাতে পিঠের সমস্যায় ভুগতে না হয়।

হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে : ড. ইউনূস

যাঁরা হাঁটুর উপর হাত রেখে সাধারণত, বসেন তাঁরা খুবই বোল্ড হন। নিজের মত প্রকাশ করতে কখনও ভয় পান না। প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা কেমন করে করতে হয়, তা ভালই জানেন এই ধরনের মানুষরা।

দুই পা ক্রস করে বসে থাকেন অনেকে। এমন মানুষ সব কিছুতে কর্তৃত্ব করতে খুব ভালবাসেন। সমস্ত কিছু জানতে চান। আর সমস্ত পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ করতে পছন্দ করেন। এরা একটু সন্দেহপ্রবণ মানুষও হন।