অন্য ধর্মের মেয়েকে বিয়ে করেছেন যে ৫ ভারতীয় ক্রিকেটার

অন্য ধর্মে

স্পোর্টস ডেস্ক: বান্ধবী থেকে স্ত্রী, ভারতীয় ক্রিকেটে ক্রিকেট আর বলিউড যোগ রয়েছে অনেক দিন থেকে। তবে ভারতীয় ক্রিকেটে অনেক ক্রিকেটার রয়েছেন যারা অন্য ধর্মের মহিলাকে বিয়ে করেছেন। বলা হয় ভালোবাসা অধিকাংশ সময়ে জাত বা ধর্ম দেখে হয় না।

অন্য ধর্মে

ভিন ধর্মের প্রতি ভালোবাসায় জড়িয়ে কেউ সফল হয়েছেন আবার কেউ ব্যর্থ হয়েছেন। তবে কিছু সম্পর্ক আলোচনায় এসেছে। যেমন ক্রিকেটারদের। ভারতের সাবেক ক্রিকেটাররা রয়েছেন যারা ভিন ধর্মের মানুষকে বিয়ে করেছেন। আজকের প্রতিবেদনে থাকছে তেমন ৫ ভারতীয় ক্রিকেটারকে নিয়ে যারা ভিন ধর্মে বিয়ে করেছেন।

দীনেশ কার্তিক ও দীপিকা পাল্লিকল: দীনেশ কার্তিক হিন্দু ও দীপিকা খ্রিষ্টান। দুই ধর্মের নিয়ম অনুযায়ী বিয়ে হয়েছিল তাদের মধ্যে। প্রথম সম্পর্কে ধাক্কা খেয়ে দীনেশ কার্তিক দীপিকা পাল্লিকলকে বিয়ে করেন।

অজিত আগারকার ও ফাতিমা ঘাডিয়ালি: বর্তমানে ভারতীয় ক্রিকেটের প্রধান নির্বাচক ও সাবেক বোলার অজিত আগারকার ২০০২ সালে তার মুসলিম বান্ধবী ফাতিমা ঘাডিয়ালিকে বিয়ে করেন। দীর্ঘদিন তারা সম্পর্কে ছিলেন।

যুবরাজ সিং ও হ্যাজেল কিচ: সাবেক ক্রিকেট তারকা যুবরাজ সিং দীর্ঘদিনের বান্ধবী হ্যাজেল কিচকে বিয়ে করেন ২০১৬ সালে। হ্যাজেল বিয়ের আগে খ্রিষ্টান ছিলেন। বিয়ের পর তিনি শিখ ধর্ম গ্রহন করেন।

জাহির খান ও সাগরিকা ঘাটগে: ২০১৭ সালের এপ্রিল মাসে জাহির খান বিয়ে করেন অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে। দীর্ঘদিন ধরে তারা সম্পর্কে ছিলেন। প্রথম বান্ধবী ইশা শ্রাবণীর সঙ্গে বিচ্ছেদের পর সাগরিকাকে বিয়ে করেন জাহির।

সৌদিতে বিদেশি যাত্রীদের জন্য ওমরাহ বিমা বাধ্যতামূলক করেছে দেশটি

মোহাম্মদ কাইফ ও পূজা যাদব: ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ বিয়ে করেন পূজা যাদবকে। তাদের বিয়ে নিয়ে খুব একটা আলোচনা হয়নি। ২০০৭ সালে তাদের মধ্যে আলাপ হয়। এরপর ২০১১ সালে তারা বিয়ে করেন।