স্পোর্টস ডেস্ক : সম্প্রতি খেলার সঙ্গে ততটা ওতপ্রোতভাবে জড়িত নন মাশরাফী বিন মোর্ত্তজা। তবুও বোলিংয়ে ধার এতটুকু কমেনি। আট মাস পর মাঠে নেমেই প্রথম বলে পেলেন উইকেট।
গত বছরের মে মাসে সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন মাশরাফী। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের বিপক্ষে রূপগঞ্জের হয়ে খেলেন তিনি। দীর্ঘ বিরতির পর বিপিএল দিয়ে মাঠে ফিরেছেন তিনি।
মিরপুরে শুক্রবার সিলেট স্ট্রাইকার্সের হয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলতে নেমে প্রথম বলেই উইকেট পান মাশরাফী। চট্টগ্রামের ইমরান উজ্জামানকে ইয়াসির আলির ক্যাচ বানান তিনি। ১৪ বলে ১১ রান করেন ইমরান। ঐ ওভারে মাত্র ২ রান খরচ করেন তিনি। পরের ওভারে তিনি দেন ৭ রান।
সিলেটের ১৭৭ রানের জবাবে ৩ উইকেটে চট্টগ্রাম এখন ১১৮ রান নিয়ে ব্যাট করছে। ৩৩ রান নিয়ে শাহাদাত হোসেন ও ২৫ রান নিয়ে ক্রিজে রয়েছেন নাজিবউল্লাহ জাদরান।
এর আগে, নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৭ রান করে সিলেট। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন জাকির হাসান। মাশরাফীকে মাঠেই নামতে হয়নি নিজেদের ব্যাটিং ইনিংসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।