স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা নিজে ক্রিকেটার হয়েও ফুটবলের ভক্ত। তাই নড়াইলে তিনি আয়োজন করেন প্রীতি ফুটবল ম্যাচের।
সোমবার (১৭জুলাই) বিকেলে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়ি ডোর মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোলশূন্য ড্র হয়। পরে দু’দলকেই বিজয়ী ঘোষণা করা হয়।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য হওয়ার আগেই ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মাশরাফি। সোমবার নড়াইল জেলা ফুটবল একাদশ ও তার ফাউন্ডেশনের ফুটবল একাদশের মধ্যকার প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করেন তিনি। মাশরাফি এই ম্যাচে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ফুটবল একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করেন।
মাশরাফি জানান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার চেয়ে মাঠে নেমে ফুটবল খেলতেই পছন্দ করেন তিনি। এ ফাউন্ডেশনের মাধ্যমে খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়ে নড়াইলের ৭ জন ফুটবলার বাংলাদেশ সেনাবাহিনীতে খেলোয়াড় কোটায় চাকরি পাওয়ায় গর্ববোধ করেন বলেও জানান মাশরাফি।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মুন্নু, মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন, নড়াইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন সাহা, নড়াইল পৌরসভার কাউন্সিলর শরিফুল ইসলাম লিটু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নিল শিকদার নীলসহ আওয়ামী লীগের নেতা কর্মী।
মাঠে নেমে মাশরাফিকে ফুটবল খেলতে দেখে আনন্দে মেতে ওঠেন স্থানীয়রা। ফুটবল খেলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তরা তাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেন। ভক্তদের বিশ্বাস, খেলার মাঠ থেকে রাজনীতি সব জায়গাতেই প্রতিভার স্বাক্ষর রেখেছেন মাশরাফি। ক্রিকেটার হলেও ফুটবল মাশরাফির খুব প্রিয়।
তাইতো স্থানীয় ফুটবল খেলায় নেমে পড়তে দ্বিধা করেননি তিনি। শুধু নিজেকে খেলার সঙ্গে সম্পৃক্ত রেখেই ক্ষান্ত হননি মাশরাফি। তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির কাজও করছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এজন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে মাশরাফির গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।