স্পোর্টসে ডেস্ক: সাউথ আফ্রিকার সেঞ্চুরিয়নকে বুধবার মঙ্গলযাত্রায় স্বর্গ করে তুলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। তামিম ইকবাল খানের নেতৃত্বে টাইগাররা করেছে অসাধ্য সাধন। সাউথ আফ্রিকার মাটিতে দুর্দান্ত খেলে ইতিহাস লিখে প্রথমবার সিরিজ জয়। যেই জয়ের অগ্রনায়ক হয়েছেন তাসকিন আহমেদ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও যাকে মাঠে এসে গুরু দীক্ষা দিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। ব্যাটে তামিম-লিটনও দেখিয়েছেন দারুণ নৈপুণ্য।
ঐতিহাসিক জয়ের পর তামিম ইকবাল তার ওয়ালে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে কাঁধে কাঁধ মিলিয়ে আছেন বাংলার ক্রিকেটের চার মহারথী সাকিব-তামিম-মুশফিক-রিয়াদ। অনেক দিন পর এমন একটা ছবি নিশ্চয়ই বাংলাদেশি ক্রিকেট ভক্তদের আন্দোলিত ও শিহরিত করেছে। সাথে ভর করেছে খানিকটা বিস্মৃত স্মৃতিও। অনেকে হয়তো মনের অজান্তেও বলেছেন, আহা! ছবিটায় ম্যাশ থাকলে আরও ভালো হতো।
কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও বলেছেন মাশরাফিকে মিস করার কথা। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বেই খেলেছিল বাংলাদেশ। সেই বিশ্বকাপেই লর্ডসে পাকিস্তানের বিপক্ষের ম্যাচটাই মাশরাফি, মুশফিক, সাকিব, তামিম ও মাহমুদউল্লাহর একসাথে খেলা শেষ ওয়ানডে ম্যাচ। ২০২০ সালে ওয়ানডের অধিনায়কত্ব থেকে সরে যান মাশরাফি। আন্তর্জাতিক ক্রিকেটও এখন অনানু্ষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে ম্যাশ অধ্যায়।
২০১২ সালের এশিয়া কাপে প্রথমবার পঞ্চপাণ্ডবের একত্র উত্থান। সেবার ফাইনালে পাকিস্তানের কাছে অল্পের জন্য শিরোপা হাতছাড়া করে বাংলাদেশ। সেই আক্ষেপ ঘুচতে শুরু করে ২০১৪ সালে মাশরাফি বিন মর্তুজা পুনরায় অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর। তার অধীনে একের পর এক ম্যাচ জিততে থাকে লাল-সবুজ বাহিনী। ওই বছর ঘরের মাঠে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, পরের বছর ২০১৫ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছানো। একই বছর ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলা। এমন অনেক অর্জনের সাক্ষী হয়ে আছে বাংলার ক্রিকেটের পাণ্ডব দল।
তাইতো একই ফ্রেমে চার পাণ্ডবকে দেখে, অনেকেই এখনো মাশরাফিকে খোঁজেন। নস্টালজিয়ার বুজে আসা চোখ বুকের ভেতরও একটা চিনচিনে ব্যথা জাগায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।