মাশরাফির মাঠ থেকে অবসর প্রসঙ্গে যা বললেন নির্বাচক

মাশরাফি

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের হয়ে মাশরাফি সর্বশেষ খেলেছিলেন ২০২০ সালে। এরপর থেকে আর আন্তর্জাতিকে মাঠে নামা হয়নি। আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ফরম্যাট থেকেও অবসরের ঘোষণা দেননি। বয়স ৩৯ এর বেশি হয়ে গেছে। শারীরিকভাবেও লম্বা সময় চালিয়ে যাওয়ার অবস্থায় নেই মাশরাফি।

মাশরাফি

প্রায়ই তাকে মাঠ থেকে বিদায় দেওয়ার প্রসঙ্গ আসে ঘুরেফিরে। এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন মাশরাফি, দিচ্ছেন নেতৃত্বও। বল হাতেও বেশ সফল তিনি। চট্টগ্রাম পর্ব পর্যন্ত ছয় ম্যাচে ৯ উইকেট নিয়ে ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও। মাশরাফিকে কি মাঠ থেকে বিদায় দেওয়া যায়?

এমন প্রশ্নের জবাব দিয়েছেন জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি বলছেন, সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। সোমবার মিরপুরে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ বোর্ডের সিদ্ধান্ত। এসব বিশেষ সিদ্ধান্ত। যদি বোর্ড এই সিদ্ধান্ত নেয়, আমাদের কোনো আপত্তি নেই এই ব্যাপারে। আমরা চাই খেলোয়াড়রা মাঠ থেকে যেন বিদায় নেয়। দেখতেও ভালো লাগবে, মানুষও খুশি হবে।’

‘শুধু মাশরাফির ক্ষেত্রে নয়, সবাই। আন্তর্জাতিক ক্রিকেটে যারা অনেক দিন ধরে খেলেছে, সবার ক্ষেত্রে এমন হলেই ভালো। খেলোয়াড়েরও একটা স্মৃতি থাকবে। মাঠ থেকে বিদায় নিলে খারাপ হয় না।’

এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘কিংবদন্তি ক্রিকেটার তো সবসময় কিংবদন্তির মতোই চলে। তরুণদের জন্য মাশরাফির কাছ থেকে শেখার আছে। কীভাবে এই বয়সে পারফর্ম করতে হয়, নিজের ফিটনেস ধরে রাখতে হয়। অনেক কিছুই শেখার আছে। তরুণদের জন্য প্রেরণাদায়ক।’

ফুটবল ইতিহাসে প্রথম ‘সাদা কার্ড’