স্পোর্টস ডেস্ক: ২০১২ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির চেয়ারে প্রথমবারের মতো বসেছিলেন নাজমুল হাসান পাপন। এরপর একে একে কেটে গেছে দশটি বছর। এর মধ্যে তিন দফা দায়িত্ব সামলিয়ে এখন চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন তিনি। তবে একটা সময়তো থামতে হবেই। কিন্তু পাপনের পর কে হাল ধরবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের? এমন প্রশ্ন প্রায়শই উচ্চারিত হচ্ছে।
অনেকের মতে, পাপনের উত্তরসূরী হতে পারেন সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বিসিবি সভাপতিও কী এমনটাই মনে করেন? সম্প্রতি তার কাছে এমনটাই জানতে চাওয়া হয়েছিল।
একটি বেসরকারী টেলিভিশনের সঙ্গে আলাপনে নাজমুল হাসান পাপন পরবর্তী প্রেসিডেন্ট পদে মাশরাফীর সম্ভাবনা নিয়ে বলেন, ‘প্রথমত মাশরাফীর এ পদে আগ্রহ আছে কি না এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।’
‘দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, বোর্ড প্রেসিডেন্ট পদটা এখন বেশ কমপ্লিকেটেড (জটিল)। এখানে এখন প্রচুর প্রেসার (চাপ)। সুতরাং, সে এটা নেবে কি না এটা নিয়ে আমার সন্দেহ আছে।’
নাজমুল হাসান পাপন বলেন, ‘অনেকেই আমার কাছে এসে অনুরোধ করে যে, ডিরেক্টর হতে চায় তারা। কিন্তু এটা কি এত সহজ! আপনাকে প্রথমে কাউন্সিলর হতে হবে। খেলা রিলেটেড যে কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। একটা ক্লাব চালাতে হবে।
তবে মাশরাফী ডিরেক্টর পদে নির্বাচনে দাঁড়ালে নিশ্চিতভাবেই জিতে যাবে। কিন্তু এরপর প্রেসিডেন্ট হতে পারবে কি না এটা সিউর না। পাপন বলেন, আমার কাছে মনে হয় মাশরাফী রাজনীতিতে অনেক ব্যস্ত হয়ে পড়েছে। এর বাইরে ক্রিকেট নিয়ে এত সময় কোথায় পাবে?’
মাশরাফীকে নিয়ে একটা ইচ্ছা ছিল পাপনের। আলাপনে উঠে এসেছে সেই প্রসঙ্গও। তিনি বলেন, ‘আমার একটা ইচ্ছা ছিল ও ক্রিকেট ছাড়ার তাকে দলের ম্যানেজার বানিয়ে দেবো। কিন্তু সে তো এমপি হয়ে গেছে। একজন এমপিকে কিভাবে ম্যানেজার বানাবো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।