৫ আগস্টের গণঅভ্যুত্থানের শক্তিকে ‘কালো শক্তি’ ও অভ্যুত্থানকারীদের ‘রাজাকারের বাচ্চা’ বলায় কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালিত হয়েছে। একইসঙ্গে তাকে কিশোরগঞ্জে অবাঞ্ছিতও ঘোষণা করা হয়েছে।
‘সাধারণ ছাত্র-জনতা’-এর ব্যানারে আজ রোববার সন্ধ্যার দিকে শহরের সরকারি গুরুদয়াল কলেজ মাঠে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সদ্য বিলুপ্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন, সদস্যসচিব ফয়সাল প্রিন্স, যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া প্রমুখ।
এসময় নেতারা বলেন, ফজলুর রহমান অনেক দিন ধরেই আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন। গণঅভ্যুত্থান ও অভ্যুত্থানের নেতাদের কটূক্তি করছেন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা ১৩ আগস্ট জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ফজলুর রহমানের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। সেদিন ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।