স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ সামনে রেখে অস্ট্রেলিয়ায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুশীলন করছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। হঠাৎ করেই মেডিক্যাল টিমের ছুটোছুটি। আতঙ্কের ছাপ ক্রিকেটারদের চোখেমুখে। ট্রেনিং সেশনের সময় মাথায় আঘাত পেয়েছেন ব্যাটসম্যান শান মাসুদ। দ্রুত তাকে নেওয়া হয়েছে হাসপাতালে।
নেট সেশন চলাকালে বাঁহাতি ব্যাটসম্যান মোহাম্মদ নওয়াজের একটি শটে বল লাগে মাসুদের মাথার ডানপাশে। মাটিতে পড়ে যান তিনি। মিনিটখানেকের মধ্যে তাকে হাসপাতালে নেওয়া হয়। জানা গেছে, ওই সময় ব্যাটিং করছিলেন না মাসুদ। মাথায় ছিল না হেলমেটও।
স্বস্তির খবর, জ্ঞান হারাননি মাসুদ। কনকাশনের কোনও উপসর্গও পাওয়া যায়নি। তবে স্ক্যান করাতে হাসপাতালে নেওয়া হয়েছে।
বিশ্বকাপের দল গড়ার পথে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ মাসুদ। ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে এই ফরম্যাটে অভিষেক হয় তার। দেশের মাটিতে ওই সিরিজের সব ম্যাচেই খেলেন তিনি। বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও খেলেছেন। কিন্তু এই তিনজাতির প্রতিযোগিতায় ব্যাট হাতে সংগ্রাম করতে হয়েছে তাকে। প্রস্তুতি ম্যাচে মাসুদ ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৩৯ রান করলেও ধারণা করা হচ্ছে, ফখর জামান তার জায়গা নিতে যাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।