ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচে ম্যাক্সওয়েলকে অনুসরণ করবে শাদাব খান

স্পোর্টস ডেস্ক : আগামী শনিবার (১১ নভেম্বর) মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। যেখানে বাবর আজমদের লক্ষ্য জটিল সমীকরণ মিলিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা। তার আগে ম্যাছ ভেন্যু ইডেনে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে মেন ইন গ্রিনরা।

এদিন হঠাৎ করে পাকিস্তানের অনুশীলনে হঠাৎ ‘হাজির’ অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল! তবে কি থ্রি লায়ন্স বধে পাক ক্রিকেটারদের কৌশল বাতলে দিচ্ছেন এ অজি ব্যাটার?

সম্প্রতি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নিজেদের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে গ্লেন ম্যাক্সওয়েলের মতো এক পায়ে কীভাবে বড় শট খেলা যায় তার প্রশিক্ষণ নিচ্ছেন পাক সহ অধিনায়ক শাদাব খান। আর তা ঠিকঠাক হচ্ছে কিনা তা পরখ করে দেখছেন পাক পেসার হারিস রউফ।

ভিডিওতে দেখা যায়, অজি তারকার মতোই ফুটওয়ার্ক ছাড়া ব্যাটিং করছেন শাদাব। ম্যাচের ৪৭তম ওভারে মুজিবের বলে কাভার দিয়ে যে ম্যাক্সি যে বাউন্ডারি মেরেছিলেন সেখান থেকেই শুরু করেন শাদাব। এরপর হারিস বলে উঠেন কোনো ফুটওয়ার্ক থাকা যাবে না।

এরপর এ পাক অলরাউন্ডার ফুটওয়ার্ক ছাড়া মিডউইকেট দিয়ে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন। এই ভিডিও পোস্ট করে আইসিসি ক্যাপশনে লিখে ‘সবাই ম্যাক্সওয়েল হতে চায়।’ প্রকাশিত ভিডিওতে দেখা যায় সেই সব স্টাইলের শট খেলে শাদাব বেশ মজা পেয়েছেন।

পাকিস্তানকে সেমিফাইনালে তুলতে হলে ম্যাক্সওয়েলের মতো না হোক, তবে আগ্রাসী ক্রিকেট খেলতে হবে শাদাবদের। কারণ, এরই মধ্যে নিউজিল্যান্ড ৫ উইকেট ও ১৬০ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে। তাই ইংলিশদের শুধু হারালেই চলবে না অসাধ্য সাধন করতে হবে পাকিস্তানকে।