মেয়ের বিয়ের ইঙ্গিত দিলেন শচীন টেন্ডুলকার

শচীন

স্পোর্টস ডেস্ক : ভারতের পাঞ্জাবে জন্ম নেয়া শুভমানের জন্মদিন ছিল গত ৮ সেপ্টেম্বর (শুক্রবার)। ১৯৯৯ সালে জন্ম নেয়া তরুণ এ ক্রিকেটারের ২৪ তম জন্মদিনে ভক্তরা সোশ্যাল মিডিয়া টুইটারে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে খবর হলো, শুভেচ্ছা পাঠানোর এ তালিকায় ছিল ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি তারকা শচীনের নামও।

শচীন

টুইটারে ভারতীয় দলের কিংবদন্তি শচীন শুভমানকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই শুভমান গিলকে। আসন্ন বছরগুলো হোক অনেক রান আর মধুর স্মৃতিতে পূর্ণ।

এমন কাণ্ড নেটিজেনদের নজরে পড়তেই এই খবর অন্তর্জালে ভাইরাল হয়ে পড়ে। উৎসুক অনুরাগীরা এরই মধ্যে কারণ খুঁজতে বুনছেন দুইয়ে দুইয়ে চারের অংক।

নেটিজেনদের কেউ কেউ বলছেন, জন্মদিনের শুভেচ্ছার মাধ্যমে মেয়ে সারা আর গিলের প্রেমের সম্পর্কে সম্মতি দিলেন শচীন। খুব শিগগিরই এ জুটি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন হয়ত।

আবার এমন শুভেচ্ছা বাণীতে ট্রোলের শিকারও হয়েছেন শুভমান। অনেক নেটিজেন বলছেন, বাবা শচীনের অ্যাকাউন্ট থেকে মেয়ে সারাই এ শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন শুভমানকে। কারণ হিসেবে তারা বলছেন, সোশ্যাল মিডিয়ায় শুভমানকে আলাদা করে জন্মদিনের শুভেচ্ছা পাঠাননি সারা।

পানির দামে দুর্দান্ত ফিচার, একবার তেল ভরলে সারামাস চলবে এই বাইক

নেটপাড়া যখন শচীন, সারা আর শুভমান ঝড়ে অস্থির তখন এ বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো মন্তব্য করেননি তারা। তাই ভবিষ্যতে সারা- শুভমান নতুন দম্পতি হতে চলেছেন কি না সে উত্তর জানতে সময়ের অপেক্ষায় নেটিজেন আর ভক্তরা।